West Bengal Weather Forecast: সকালের আবহাওয়ার খবরে আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি যে প্রায় তেমনই থাকছে, স্পষ্ট করে দিল আজকের বিকেলের পূর্বাভাসও।
কলকাতায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তা আরও বাড়তে পারে আগামীকাল। কলকাতা ও সংলগ্ন-এলাকায় রবিবারের মধ্যে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। (তথ্য: অয়ন ঘোষাল)
দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে পারদ। (তথ্য: অয়ন ঘোষাল)
পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জুড়ে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। (তথ্য: অয়ন ঘোষাল)
শনি ও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। (তথ্য: অয়ন ঘোষাল)
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে। হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার থেকে! (তথ্য: অয়ন ঘোষাল)
একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্য দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম-- এই ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে! (তথ্য: অয়ন ঘোষাল)
উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড় হবে আগামী ২৪ ঘণ্টায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের নীচের দিকে তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা-সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা। (তথ্য: অয়ন ঘোষাল)