Bengal Weather Update after Cyclone Dana: প্রথমে তীব্র ঘূর্ণিঝড়, তারপর ঘূর্ণিঝড়, তারপর গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে দফারফা ডানার।
জেনে নেওয়া যাক, কেমন থাকবে আজ, শনিবার বিকেল থেকে আগামী কয়েকদিনের বাংলার আবহাওয়া? আজ, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামীকাল, রবিবারও দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ওদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
৩০ অক্টোবরে পশ্চিমবঙ্গের সব জেলারই কোনও না কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
৩১ অক্টোবরে সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হহবে।
১ নভেম্বরে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
এর অর্থ দীপাবলির সময়ে বৃষ্টিময় আবহাওয়াই থাকবে। যা শুনে অনেকেরই মন খারাপ।