West Bengal Weather Update: ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
অয়ন ঘোষাল: মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, কলকাতার ওপর দিয়ে বিস্তৃত। কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এর প্রভাবে আজ বিকেলের পর একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে।
পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা। এর প্রভাবে আগামীকাল সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আজও ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের চার জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
কাল সোমবার পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
পরশু মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে।
বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।
কলকাতায় কাল পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। আগামী সপ্তাহের শেষে কিছুটা বাড়তে পারে বৃষ্টি। কলকাতাকে প্রায় গোটা সপ্তাহ ভোগাবে চূড়ান্ত ঘর্মাক্ত প্যাচপ্যাচে আর্দ্র অস্বস্তি।