PHOTOS

Bengal Weather Update: কলকাতায় শুরু বৃষ্টি, দাপট দেখাবে ঝড়ও! আর কিছুক্ষণেই ভাসবে উত্তর-দক্ষিণের ১২ জেলা...

West Bengal Weather Update: ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার সকাল থেকে কলকাতায় শুরু বৃষ্টি। শুধু কলকাতা নয়, আগামী বৃহস্পতিবার অবধি ১২ জেলায় চলবে ঝড় বৃষ্টি। 

Advertisement
1/8
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অয়ন ঘোষাল: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরো একটু এগোলো। নির্ধারিত দিনের আগেই ১৩ মে নিকোবর মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকেছিল। ইতোমধ্যে মৌসুমী বায়ু নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়েছে। 

 

2/8
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশ কভার করেছে। মৌসুমি বায়ু আগামী কয়েকদিনে মধ্য বঙ্গোপসাগরের বাকি  অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে।

 

3/8
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিনবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস।  বুধবারের মধ্যে তাপমাত্রা সামান্য কমতে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে। কোন কোন জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। 

 

4/8
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে  পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে। এই জেলায় কালবৈশাখীর পরিস্থিতি ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে।

 

5/8
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতে।

 

6/8
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আবহাওয়া। ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলায়। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। 

 

7/8
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতে ও।

 

8/8
ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কাল রাতের তাপমাত্রা বৃষ্টির হাত ধরে স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি কমে ২৫.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি ছিল। আর কয়েকঘন্টা বাদে কলকাতায় বৃষ্টির হাত ধরে দিনের তাপমাত্রা ৩৪ বা তার নিচে নামতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ১০০ শতাংশ। গতকাল কলকাতায় বৃষ্টির পরিমান ৭ মিলিমিটার।





Read More