West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে সাতদিন বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
অয়ন ঘোষাল: পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে নিম্নচাপ। খুব ধীরগতিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।
বাংলাদেশের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত অক্ষরেখা। এটি উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।
গতকাল সোমবার সারা দেশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের আগেই বর্ষা দেশের সমস্ত অংশ কভার করল ২০২৫ সালে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ রেখা থেকে বিস্তৃত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এর মধ্যে দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে। নিচের দিকের জেলাতে দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা। আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। আজ বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমান কমবে।
শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বর্ষণের পূর্বাভাস শনিবার।