West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান যে বৃহস্পতিবার ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা; বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপরেই সন্ধে ৬টা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয় যে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই কলকাতায় ধেয়ে আসছে প্রবল ঝড়। জারি করা হয়েছে লাল সতর্কতা।
অয়ন ঘোষাল: আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা ও দুই পরগণায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সন্ধে ৬টা নাগাদ সেই খবর জানায় আবহাওয়া দফতর(Weather Update)।
৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে ঝড়। লাল সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান যে বৃহস্পতিবার ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা; বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর বৃষ্টি পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা।
পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এই অক্ষরেখা। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের আশঙ্কা। পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত।
শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। বজবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা।
শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে; বাড়বে তাপমাত্রা।