PHOTOS

Dubai-তে মিউজিক ভিডিয়োর শ্যুটে Hot লুকে অভিনেত্রী Ena Saha

Advertisement
1/6

নীল সমুদ্রের মাঝে বিলাসবহুল ইয়ার্টে উপর শুয়ে আছেন এনা (Ena Saha )। সম্প্রতি, ইনস্টাগ্রামে এমনই কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তথা টলিউডের নয়া প্রযোজক এনা সাহা (Ena Saha )। 

2/6

সম্প্রতি, একটি মিউজিক ভিডিয়োর শ্যুটিংয়ে দুবাই গিয়েছিলেন এনা (Ena Saha)। এগুলি সেই মিউজিক ভিডিয়োরই কিছু ছবি। 

3/6

পরনে লাল বিকিনি, তার উপর ট্রান্সপারেন্ট সাদা জ্যাকেট, দুবাইতে সমুদ্রের বুকে সাদা ইয়র্টে শুয়ে এভাবেই দেখা গেল (Ena Saha) এনা সাহাকে। 

4/6

নিজের HOT ছবিগুলি পোস্ট করে এনা ক্যাপশানে লিখেছেন, ''আপনি আজ যে লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন, আগামী দিনে সেটাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। চ্যালেঞ্জ আপনার জীবনকে তেতো নয়, আরও উন্নত করার উদ্দেশ্যে আসে।''

5/6

ছবিতে বাগছাল ডিজাইনের টপ এবং কালো Hot প্যান্টে দেখা যাচ্ছে এনা সাহাকে। খোলা চুল আর অভিনেত্রীর চোখে রোদ চশমা, সঙ্গে আবার কালো হাই হিল জুতো।

6/6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ena Saha (@ena1996gemini)

ছবিটি পোস্ট করে এনা ক্যাপশানে লিখেছেন, ''অনেক চোখই তৃণভূমির দিকে চায়, তবে খুব কম লোকই তার মধ্যে ফুল দেখতে পায়।''





Read More