Mimi Chakraborty As Dona Ganguly: সৌরভের বায়োপিক পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওআনে। আগামী মাস তথা জুলাইয়ের শেষে শুরু হবে শ্যুটিং। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হবে কলকাতা ও ইংল্যান্ডে। কাকে দেখা যাবে ডোনার চরিত্রে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে বাঙালি স্টার নায়িকার কাছে গেল অফার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিগত কয়েকবছর ধরে চলছে আলোচনা ও প্রি প্রোডাকশনের কাজ।
বড়পর্দায় কাকে দেখা যাবে সৌরভের চরিত্রে? তা নিয়েও জলঘোলা কম হয়নি। রণবীর কাপুর, আয়ুষ্মান খুরাণা নাম উঠে এসেছিল অনেকেরই। অবশেষে জানা যায় যে দাদার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।
সৌরভের বায়োপিক পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওআনে। আগামী মাস তথা জুলাইয়ের শেষে শুরু হবে শ্যুটিং।
ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হবে কলকাতা ও ইংল্যান্ডে। কাকে দেখা যাবে ডোনার চরিত্রে? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
টাইমস অফ ইন্ডিয়ার দাবি, ছবির ইউনিটের কাছের এক ব্যক্তি বলেছেন, ইতোমধ্যেই ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের অফার গিয়েছে মিমি চক্রবর্তীর কাছে। কথাবার্তা চলছে। তবে এখনও মিমির উপস্থিতি কনফার্ম হয়নি।
জানা যাচ্ছে, মিমি ছাড়াও আরও বেশ কিছু বাঙালি অভিনেতা অভিনেত্রীর কাছে এই ছবির অফার গিয়েছে। বাংলার পরিবেশ ও সংস্কৃতি ধরে রাখার জন্যই বাঙালি অভিনেতা অভিনেত্রীদের প্রাধান্য দেওয়া হচ্ছে এমনটাই খবর।
আগে শোনা গিয়েছিল, ডোনার চরিত্রের অফার গিয়েছে তৃপ্তি দিমরির কাছে। তবে ডোনার চরিত্রে কাকে দেখা যাবে তৃপ্তি নাকি মিমিকে, তা এখনও অফিসিয়ালি নিশ্চিত করা হয়নি।