Bengali Television Actress: বলতে পারছেন না ঠিকানা! তবে বলছেন, তিনি অভিনেত্রী। 'আমি স্টার জলসায় অভিনয় করি।' দিশাহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তারপর...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনের বেলা জাতীয় সড়ক দিয়ে হেঁটে চলেছেন। পরনে কালো শার্ট, যার এক হাত গোটানো। অবিন্যস্ত চুল। এলোমেলো অবস্থা। বৃষ্টি আসতেই ঢুকে পড়লেন যাত্রী প্রতিক্ষালয়ে।
স্থানীয়দের দেখে সন্দেহ হওয়ায় কথা বলতে শুরু করেন। তখনই বোঝা যায় মানসিক অবস্থা ঠিক নেই মহিলার। পরে জানা যায়, তাঁর নাম সুমি হর চৌধুরী। পেশায় অভিনেত্রী।
বাড়ি জিজ্ঞাসা করলে একবার বলছেন, 'আমার বাড়ি বেহালায়।' পরক্ষণেই বলছেন, 'আমি বোলপুর থেকে এসেছি।' বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজারের একটি বিশ্রামাগার থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিস।
অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলার ফাঁকেই মহিলা বলেন,'আমি সুমি হর চৌধুরী। আমি টিভি সিরিয়ালের অভিনেত্রী।' স্টার জলসায় হওয়া ধারাবাহিকে অভিনয় করার কথাও জানান ওই তিনি।
এরপর স্থানীয়েরাই সমাজমাধ্যমে তাঁর নাম দিয়ে অ্যাকাউন্ট খুঁজে বার করেন। অভিনেত্রীর একাধিক অভিনয়ের ক্লিপ দেখতে পান তারা। তবে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে এই মুহূর্তে মিশনারিস অফ চ্যারিটিতে রয়েছেন অভিনেত্রী।
স্টার জলসার 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকে 'রাঙা কাম্মা' অর্থাৎ পর্দার 'অনামিকা' অভিনেত্রী সুমি হর চৌধুরীকে এই অবস্থায় একা ছাড়েননি স্থানীয় মানুষজন।
তবে কোথা থেকে তিনি এলেন? কেনই বা তিনি উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? অনেক চেষ্টা করেও এইসব প্রশ্নের উত্তর মহিলার কাছ থেকে উদ্ধার করতে পারেননি।
পুলিস তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। জানা গিয়েছে অভিনেত্রীর পরিবার বলতে রয়েছে তাঁর একমাত্র মেয়ে। যদিও তাঁর মেয়ের সঙ্গেও সম্প্রতি কোনও সম্পর্ক ছিল না সুমির।
শোনা যায়, নিজের মতোই নাকি থাকতেন তিনি। এমনকী বেশ কিছুদিন ধরে অতিরিক্ত নেশা করার কথা ও শোনা গিয়েছে। যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনও খবর নেই।
সূত্রের খবর, কলকাতার বেহালা থানাতেও এই অভিনেত্রীর বিষয়ে খবর পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে