PHOTOS

Bharat Bandh: কতক্ষণ বনধ? কী কী খোলা থাকবে? দেশ জুড়ে চলবে বিক্ষোভ-হিংসা? রাস্তায় বেরনো যাবে তো!

Bharat Bandh on August 21: ১ অগস্ট সুপ্রিম কোর্ট এই মর্মে নির্দেশ জারি করেছিল যে, শিডিউলড কাস্ট ও শিডিউলড ট্রাইবসের বর্গের ভিতরেও থাকবে আরও নানা সাব-ক্যাটেগরি।

Advertisement
1/6
কে, কেন, কবে?
কে, কেন, কবে?

আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই ভারত জুড়ে এই বনধ কে ডাকল, কেন ডাকল, কবে ডাকল?

2/6
'সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি'
'সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি'

কী জানা গিয়েছে বনধ নিয়ে? 'সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি' এই বনধ ডেকেছে বলে জানা গিয়েছে। 

3/6
'কোটা-উইদিন-কোটা অর্ডার'
'কোটা-উইদিন-কোটা অর্ডার'

এই বনধ আসলে ডাকা হয়েছে সুপ্রিম কোর্টের বিরোধিতা করেই! তারা যে কোটা-উইদিন-কোটা অর্ডার দিয়েছে, সেটার বিরোধিতা করেই এই ডাক।

4/6
এসসি-এসটি সাব-ক্যাটেগরি
এসসি-এসটি সাব-ক্যাটেগরি

আসলে গত ১ অগস্ট সুপ্রিম কোর্ট এই মর্মে নির্দেশ জারি করেছিল যে, শিডিউলড কাস্ট ও শিডিউলড ট্রাইবসের বর্গের ভিতরেও থাকবে আরও নানা সাব-ক্যাটেগরি। 

5/6
পিছড়ে বর্গ চিহ্নিতকরণ
পিছড়ে বর্গ চিহ্নিতকরণ

এর অর্থ, সামগ্রিক ভাবে শিডিউলড কাস্ট ও শিডিউলড ট্রাইবসের মধ্যে ঠিক ঠিক কোনও পিছড়ে বর্গের সত্যিই সরকারি সহায়তা প্রয়োজন, সেটা চিহ্নিত করা ও সেইমতো ব্যবস্থা করা! 

6/6
নির্দেশ প্রত্যাখ্যান
নির্দেশ প্রত্যাখ্যান

আর ঠিক এই জিনিসটিরই বিরোধিতা করছে এই  'সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি'। তারা চাইছে, সুপ্রিম কোর্টের এই অর্ডারকে উল্টে দিতে! এবং তারাই এই বনধ ডেকেছে। 





Read More