PHOTOS

Bhumi Pednekar: সায়ন্তনের পরিচালনায় ভূমি পেডনেকর, কলকাতায় শ্যুটে হাজির নায়িকা...

Bhumi Pednekar in Kolkata: সকালবেলা টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োয় শ্যুটে হাজির বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। শনিবারই এসেছেন কলকাতায়। রবিবার সায়ন্তন ঘোষালের পরিচালনায় শ্যুট করলেন অভিনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন ছবি থেকে শুরু করে কলকাতা নিয়ে তাঁর নস্টালজিয়ার কথা।

Advertisement
1/5
কলকাতায় ভূমি
কলকাতায় ভূমি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি বিজ্ঞাপনের শ্যুট করতে রবিবার সকালে টালিগঞ্জে হাজির ছিলেন বলিউডের অভিনেত্রী ভূমি পেডনেকর।

 

2/5
কলকাতায় ভূমি
কলকাতায় ভূমি

হলুদ সালোয়ার শ্যুটে সাবেকি লুকে ধরা দিলেন ভূমি। শ্যুটের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের মুখে পড়েন তিনি।

 

3/5
কলকাতায় ভূমি
কলকাতায় ভূমি

‘কেরিয়ারের শুরু থেকেই সবাই বুঝে গিয়েছে আমি অন্য ধরনের কাজ করতে চাই। তাই ওরকম অফারই পাই’, ছবি নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেন ভূমি।

 

4/5
কলকাতায় ভূমি
কলকাতায় ভূমি

এই প্রথম কলকাতায় আসেন ভূমি। তিনি বলেন, ‘এখান থেকে বহুশিল্পী উঠে এসেছে। কালচারাল এই শহরে আসার তাঁর অনেকদিনের ইচ্ছে ছিল’।

 

5/5
কলকাতায় ভূমি
কলকাতায় ভূমি

নায়িকা বলেন, তাঁর ইচ্ছে ছিল বড়বাজারে গিয়ে চুড়ি কেনার। কিন্তু আপাতত তা হচ্ছে না তবে পরিবারের জন্য ঝালমুড়ি ও মিষ্টি নিয়ে ফিরলেন অভিনেত্রী।





Read More