PHOTOS

Baba Vanga Predictions: আসবে অপ্রত্যাশিত সব বদল! বড়সড় এবং মাথা-ঘোরানো ব্যাপার-স্যাপার ঘটবে এই সব রাশির জীবনে...

Baba Vanga Predictions 2025: বাবা ভাঙ্গা যে শুধু ভবিষ্যদ্বক্তা, তাই-ই নন, তিনি জ্যোতিষবিদও। আর এবার তাঁর বলা যেসব কথাবার্তা জানা গেল, তা অপ্রত্যাশিত।

Advertisement
1/6
বিশাল পরিবর্তন
বিশাল পরিবর্তন

মোটামুটি যা জানা যাচ্ছে, তা হল বেশ কয়েকটি রাশির জীবনে বিশাল পরিবর্তন আসছে। কোন কোন রাশির? 

2/6
নিজের ভাগ্য নিজে
নিজের ভাগ্য নিজে

এই সময়টা মেষের আত্ম-দর্শন আর পুনরাবিষ্কারের লগ্ন। মীনে শনির গোচর এঁদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। আর এই পর্বেই এঁদের নিজের ভাগ্য নিজে তৈরি করার ক্ষমতা আছে।   

3/6
টাকার উপর বসে
টাকার উপর বসে

বৃষরাশির জাতকদের জীবনের নানা ক্ষেত্রে বড়সড় বদল আসবে। এঁদের অর্থনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। বৃহস্পতির বিপুল-বিস্তারী প্রভাবে এঁদের এ-জাতীয় বাধা সব কেটে যাবে। ধনসম্পদের কোনও খামতি হবে না। অর্থনৈতিক ভাবে এঁরা খুবই স্থিতিশীল থাকবেন।

4/6
আদ্যন্ত নতুন
আদ্যন্ত নতুন

মিথুন রাশির মানুষদের জন্য এই ২০২৫ বছরটা আদ্যন্ত নতুন এক বছর হবে, হয়তো হতে শুরুও করে দিয়েছে। এঁদের হাতে আসবে বিপুল টাকা। জীবনে ঘটবে নানা বিরল অর্জন। পরীক্ষা করতে ভয় পাবেন না। সৃজনশীলতার মধ্যে থাকুন। এঁরা উদ্ভাবনী ক্ষমতার মধ্যে দিয়ে অনেক বড় বড় লক্ষ্যে পৌঁছবেন। 

5/6
আবেগে সিদ্ধি
আবেগে সিদ্ধি

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও সময়টা দারুণ। এঁরা খুবই আবেগমথিত সম্পর্কের মধ্যে দিয়ে যাবেন। কোনও দীর্ঘস্থায়ী বিনিয়োগের ক্ষেত্রেই লুকিয়ে থাকবে এঁদের এ বছরের অর্থনৈতিক সাফল্য। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন।

6/6
ঝুঁকিতে লাভ
ঝুঁকিতে লাভ

কুম্ভরাশির জাতক-জাতিকাদের ঘরে ও পরিবারে আগামী দিনগুলিতে বিপুল বদল আসতে চলেছে। প্লুটো একম কুম্ভের ঘরে। এর ফলে এঁদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা বাড়বে। লক্ষ্যে পৌঁছতে গেলে এঁদের একটু ঝুঁকি নিতেই হবে। নিজের মতো করে জীবন সাজিয়ে নিন। আর সেটা করার এটাই সেরা সময়। 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More