GST Relief For Middle Class Soon: বর্তমানে প্রতিটি সামগ্রীর ওপর ১২ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। এবার তা ৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে বলেই খবর। GST নিয়ে বড় কিছু পরিকল্পনা কেন্দ্রের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কিছুটা হাঁফ ছেড়ে বাঁচবেন মধ্যবিত্তরা। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসে জিএসটি হারে পরিবর্তন আনতে পারে কেন্দ্র। সরকারি সূত্রে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই সিদ্ধান্ত বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
সূত্র অনুসারে, ১২% জিএসটি ট্যাক্স স্ল্যাবের আওতায় আসে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশিরভাগ পণ্য এই স্ল্যাবে পড়ে। সরকার বিবেচনা করছে এই পণ্যগুলির বেশিরভাগই হয় ৫% জিএসটি স্ল্যাব করা হতে পারে অথবা ১২% কর তুলেও দিতে পারে।
যদিও এ নিয়ে জিএসটি কাউন্সিলের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে এর ফলে সস্তা হতে পারে জামাকাপড়, রান্নার বাসন, জুতো ও ওয়াশিং মেশিনের মতো জিনিস।
সেই তালিকায় রয়েছে টুথপেস্ট, ছাতা, সেলাই মেশিন, প্রেসার কুকার-সহ রান্নার বাসন, ইলেকট্রিক ইস্ত্রি, গিজ়ার, সাইকেল-র মতো রোজকার ব্যবহারের একাধিক দ্রব্য।
এই তালিকায় ঘি, সাবান এবং স্ন্যাক্স জাতীয় খাবার বেশি নজরে রয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে। যদি এই জিনিসগুলির উপর জিএসটি কমানো হয়, তাহলে সরাসরি খুচরা বাজারে এর প্রভাব পড়বে।
এছাড়াও জিএসটির কর কাঠামো সম্পূর্ণ পরিবর্তনেরও একটা প্রস্তাব দেওয়া হতে পারে। আর নয়া প্রস্তাবে দুই ধরণের কর পরিকাঠামোর কথা বলা হচ্ছে।
ভারতে বর্তমানে চারটি জিএসটি স্ল্যাব রয়েছে- ৫%, ১২%, ১৮% এবং ২৮%। শস্য, ভোজ্যতেল, চিনি, খাবার এবং মিষ্টি ছাড়াও, সোনা-রুপো এবং অন্যান্য সমস্ত পণ্য বিভিন্ন বিভাগ অনুসারে এই কর স্ল্যাবে রাখা হয়েছে।
তবে সমালোচকরা বলছেন, শুধুমাত্র জিএসটি কমানোই মূল্যস্ফীতির স্থায়ী সমাধান নয়। উৎপাদন, সরবরাহ শৃঙ্খল এবং কৃষিক্ষেত্রে আরও বিনিয়োগ প্রয়োজন।
যদিও এবিষয়ে শেষ সিদ্ধান্ত হবে আসন্ন ৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে। সেদিকেই এখন সকলের নজর রয়েছে।