SBI loans cheaper: ৫ বছরের জন্য ৫ লাখ টাকা লোন নিলে, প্রতি মাসে EMI গুনতে হবে মাত্র...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় খবর! পার্সোনাল লোনকে অনেক সস্তা করছে SBI। আপৎকালীন পরিস্থিতিতে অনেকেই পার্সোনাল লোন নিয়ে থাকেন।
এই লোন নিতে খুব বেশি কাগজপত্রের দরকার না পড়লেও, অন্যান্য লোনের তুলনায় এই পার্সোনাল লোনের সুদের হার বেশি। তাই গুনতে হয় চড়া EMI।
কিন্তু এবার পার্সোনাল লোন সস্তা করছে SBI। ফলে কমতে চলছে EMI-ও। বর্তমানে SBI তার গ্রাহকদের ১২.৬০ শতাংশ সুদের হারে পার্সোনাল লোন দিয়ে থাকে।
কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই সুদের হার কমাচ্ছে SBI। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, যার মধ্যে রয়েছে পুলিস ও রেলকর্মীরাও, পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার কমিয়ে ১১.৬০ শতাংশ করেছে SBI।
যারফলে কোনও সরকারি কর্মী যদি ৫ বছরের জন্য ৫ লাখ টাকা লোন নেন, তবে তাঁকে প্রতি মাসে EMI গুনতে হবে মাত্র ১১,০২১ টাকা। সেক্ষেত্রে সুদ হিসেবে তাঁকে মোট দিতে হবে ১,৬১,২৮৫ টাকা।