PHOTOS

Biggest ship accident: ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু! টাইটানিক নয়... সবচেয়ে ভয়াবহ, গায়ে কাঁটা দেওয়া জাহাজের সলিলসমাধি এটাই...

Deadliest ship accident in History: জাহাজ ডুবির ইতিহাসে ব্রিটিশ বিলাসতরী টাইটানিকের নাম-ই বেশি প্রচার পেয়েছে। কিন্তু ভয়াবহতার নিরিখে টাইটানিক তৃতীয় স্থানে।

 

Advertisement
1/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ভয়ংকর জাহাজ দুর্ঘটনা বলে সবারই প্রথম মুখে আসে বিলাসবহুল টাইটানিকের সলিলসমাধির কথা। কিন্তু না, সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ংকর জাহাজ দুর্ঘটনা টাইটানিক নয়। বরং হিমশৈলের ধাক্কায় টাইটানিকের সলিলসমাধির বেশ কিছু বছর পর ঘটেছিল এই ভয়াবহ জাহাজ দুর্ঘটনা।

2/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

ভয়াবহ এই জাহাজ দুর্ঘটনায়  প্রাণ হারিয়েছিলেন প্রায় ৯ হাজারেরও বেশি মানুষ। সেখানে টাইটানিক ডুবিতে প্রাণ হারান মাত্র ১৫০০ জন। 

3/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

ভয়াবহ, ভয়ংকর এই জাহাজ দুর্ঘটনা ঘটেছিল ১৯৪৫ সালে বাল্টিক সাগরে। টাইটানিক ডুবেছিল ১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে। 

4/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

৭৫ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মাসে, ১৯৪৫ সালে বাল্টিক সাগরে ডুবে যায় জার্মান জাহাজ এম ভি উইলহেম গাসলফ। প্রাণ হারান কমপক্ষে ৯,৩৪৩ জন। 

5/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

তখন সোভিয়েত ইউনিয়ন অশান্ত হয়ে উঠেছে। জার্মান জাহাজ এম ভি উইলহেম গাসলফের মাধ্যমে সাধারণ নাগরিক ও সেনাকে পূর্ব প্রুশিয়া থেকে উদ্ধার করা হচ্ছিল। 

6/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

সেই সময় এম ভি উইলহেম গাসলফ নামে ওই উদ্ধারকারী জাহাজে আঘাত হানে সোভিয়েত সাবমেরিন। ভরাডুবি হয় জাহাজটির। সঙ্গে ব্যাপক প্রাণহানি। 

7/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

এর পরবর্তীতে ১৯৮৭ সালে আরও একটি ভয়ংকর জাহাজ ডুবির ঘটনা ঘটে ফিলিপিন্সে। ডোনা পাজ নামে একটি জাহাজ যাত্রী নিয়ে ডুবে যায়।

8/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

প্রাণ হারান কমপক্ষে ৪,৩৭৫ জন। তবে জাহাজ ডুবির ইতিহাসে ব্রিটিশ বিলাসতরী টাইটানিকের নাম-ই বেশি প্রচার পেয়েছে।

9/9
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা

কারণ, টাইটানিক ডুবেছিল তাঁর প্রথম যাত্রাতেই। যেখানে বলা হয়েছিল, 'দ্যা শিপ নেভার সিংক', টাইটানিক হচ্ছে এমন জাহাজ যা নাকি কখনও ডুববে না।





Read More