PHOTOS

happy Birthday Rashmika Mandana: সাইকোলজিতে মাস্টার ডিগ্রি, ইনস্টাগ্রামে ৩০ মিলিয়ন ফলোয়ার 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকার

Advertisement
1/6
শুভ জন্মদিন
শুভ জন্মদিন

নিজস্ব প্রতিবেদন: টলিউড থেকে বলিউড মাতিয়ে বেড়াচ্ছেন রশ্মিকা মন্দানা। মঙ্গলবার ২৬-এ পা দিলেন নায়িকা।এখনও অবধি ১৪টি ছবিতে অভিনয় করলেও প্রথম ৪-৫টি ছবির পরই সারা ভারতে জনপ্রিয় হয়ে উঠেছেন রশ্মিকা। 

 

2/6
ন্যাশনাল ক্রাশ
ন্যাশনাল ক্রাশ

কর্ণাটকে রশ্মিকার ডাকনামই ন্যাশনাল ক্রাশ। তাঁর সৌন্দর্য ও মিষ্টি চেহারাই তাঁকে ন্যাশনাল ক্রাশ বানিয়েছে। ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্ণাটকের বিরাজপেটে জন্মগ্রহণ করেন রশ্মিকা। 

 

3/6
পরিবার
পরিবার

মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন নায়িকা। বাবা একটি অফিসে কেরানির চাকরি করতেন। কর্ণাটকেই পড়াশোনা করেন তিনি। সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করেছেন রশ্মিকা। 

 

4/6
ডেবিউ
ডেবিউ

২০১৬ সালে কন্নড় ছবি কিড়িক পার্টিতে ডেবিউ করেন রশ্মিকা। ৪ কোটি টাকায় বানানো ঐ ছবি ব্যবসা করে ৫০ কোটি। ব্যবসার নিরিখে এই ছবি এ যাবৎ সবচেয়ে লাভজনক ছবি। 

 

5/6
মডেলিং কেরিয়ার
মডেলিং কেরিয়ার

২০১৪ সালে একটি মডেলিং প্রতিযোগিতা জিতেছিলেন রশ্মিকা। এরপরেই প্রফেশনালি মডেলিং করতে শুরু করেন তিনি। তাঁর অভিনীত বেশিরভাগ ছবিই সুপারহিট। 

 

6/6
জনপ্রিয়
জনপ্রিয়

সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৩০ মিলিয়ন। ২০২০ সালে গুগল তাঁকে 'ন্যাশনাল ক্রাশ'-এর খেতাব দেয়। 





Read More