Tejasvi Surya Marriage: বিয়ে করলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। বেঙ্গালুরুতে যাবতীয় আচার রীতিনীতি মেনেই সাত পাকে বাঁধা পড়েন তিনি। পাত্রী কর্ণাটকের গায়িকা শিবশ্রী স্কন্দপ্রসাদ। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় বিজেপি নেতারা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকীয় গায়িকা শিবশ্রী স্কন্দপ্রসাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য।
রাজনীতির অঙ্গনে বিজেপির তরুণ প্রজন্মের নেতা তেজস্বী ছিলেন এলিজেবল ব্যাচেলর, সোশ্যাল মিডিয়া ক্রাশ। এবার বিয়ের পিঁড়িতে তিনি।
বেঙ্গালুরুতে বসেছিল বিয়ে আসর। যাবতীয় রীতিনীতি মেনেই বিয়ে করেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে শিবশ্রী ও তেজস্বীর বিয়ের ছবি।
ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন বর কনে। বিয়ের একটি পর্বে শিবশ্রী পরেছেন হলুদ কাঞ্চিপুরম সিল্কের শাড়ি এবং সোনার গয়না। তেজস্বী পরেছেন সাদা এবং সোনালী রঙের পোশাক।
তবে মূল অনুষ্ঠানে কনেকে দেখা গেল লাল-মেরুন শাড়িতে এবং বিজেপি সাংসদ পরেছেন চিরাচরিত সাদা রঙের পোশাক।
শিবশ্রী ও তেজস্বীর বিয়েতে হাজির ছিলেন বিজেপির কর্নাটকের রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র, কেন্দ্রীয় মন্ত্রী ভি সোমান্না এবং অর্জুন রাম মেঘওয়াল, তামিলনাড়ু বিজেপির রাজ্য প্রধান কে আন্নামালাই সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা।
এছাড়াও তেজস্বীর বিয়েতে হাজির ছিলেন আরও অন্যান্য বিজেপি সাংসদ এবং বিধায়করাও।