BJP worker on Kashmir vacation: প্রাণের ঝুঁকি নিয়ে বিজেপি নেতা অরবিন্দ এস আগরওয়ালকে বাঁচিয়েছেন স্থানীয় গাইড নাজাকত আহমেদ শাহ। একাধিক পর্যটকের প্রাণ বাঁচিয়েছেন তিনি। সেই খবরই সোশ্য়াল মিডিয়ায় জানান বিজেপি নেতা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। কাশ্মীরে আটকে অনেক পর্যটকই শেয়ার করেছেন তাঁদের অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় সেরকমই অভিজ্ঞতা শেয়ার করেন বিজেপি নেতা অরবিন্দ এস আগরওয়াল।
সম্প্রতি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই কাশ্মীরের স্থানীয় গাইড নাজাকত আহমেদ শাহকে ধন্যবাদ জানালেন তিনি। বিজেপি নেতার দাবি, নাজাকতের জন্যই তাঁর পরিবার প্রাণে বেঁচেছে।
অরবিন্দ লেখেন, 'প্রাণের ঝুঁকি নিয়ে আমাক জীবন বাঁচিয়েছে। নাজাকত ভাই আপনার এই ঋণ কখনও শোধ করতে পারব না'।
দুটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা মেলে নাজাকতের। ঘোড়ার অরবিন্দের মেয়েকে নিয়ে যাচ্ছেন নাজাকত।
অরবিন্দ বলেন, 'সবই শান্তিপূর্ণ ছিল। আমরা ছবি তুলছিলাম। আমার চার বছরের মেয়ে ও স্ত্রী কিছুটা দূরেই ছিল আমার থেকে। তখনই গুলি চালানোর আওয়াজ পাই'।
'আমাদের গাইড নাজাকত ওদের সঙ্গে ছিল। আমার বন্ধুর পরিবারও ছিল। ফায়ারিং শুরু হতেই নাজাকত বলেন, সবাই শুয়ে পড়ো। আমার মেয়ে ও বন্ধুর ছেলেকে জড়িয়ে ধরে ওদের প্রাণে বাঁচায়। তারপর আমার স্ত্রীকে উদ্ধার করে।' বলেন বিজেপি নেতা।
অরবিন্দ আরও বলেন, 'আমি জানি না, নাজাকত না থাকলে আমাদের কী হত? আমার স্ত্রীর পোশাক ছিঁড়ে যায়। স্থানীয় লোকেরা ওকে কাপড় দেয় পরার জন্য। '
নাজাকত বলেন, 'আমাদের থেকে মাত্র ২০ মিটার দূরত্বে গুলি চলছিল। প্রথমে আমরা শুয়ে পড়ি, তারপর পাঁচিলের কাছে একটা ফাঁক দেখে, ওখান দিয়ে বেরিয়ে পড়ি। জঙ্গিরা আমাদের কাছে আসার আগেই আমরা ওখান থেকে পালাতে পারি। এই পর্যটকই আমাদের রুটি রুজি। এখান থেকেই আমাদের সংসার চলে।'
এই ঘটনাতেই প্রাণ হারান নাজাকতের ভাই আদিল। পর্যটককে বাঁচাতে গিয়েই প্রাণ হারান তিনি। ভাইয়ের কথা না ভেবেই পর্যটকদের শ্রীনগরে ফিরিয়ে আনেন নাজাকত। তাঁর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা অরবিন্দ থেকে শুরু করে গোটা নেটপাড়া।