PHOTOS

Watch Terrifying Tornado: বীভৎস! দানব টর্নেডো টেনে নিল আস্ত নৌকা, ব্রিজ গিলে নিল রাক্ষুসে ঢেউ! দেখুন হাড়হিম ছবি...

Boat Violently Hurled into Air by Tornado Watch Terrifying Images: ২০১১ সালের পর এত শক্তিশালী ভূমিকম্প বিশ্বে হয়নি। ভোর ৪টে ৫১ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১২৫ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছিল ভূমিকম্প। আভাচা বে শহরের ১৯.৩ কিলোমিটার গভীরে ছিল এর উপকেন্দ্র। ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ৭.৫ মাত্রার আফটার শকও হয়। কিন্তু তার পরেও বিপদ যেন পিছু ছাড়ছে না রাশিয়ার।

Advertisement
1/7
৩০ জুলাই ভোরে
৩০ জুলাই ভোরে

৩০ জুলাই, ভোরে ৮.৮ মাত্রার এক ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার পূর্ব উপকূল। ১৯৫২ সালের পরে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প রাশিয়ায়। ভূমিকম্পের পরই সঙ্গে সঙ্গে আছড়ে পড়ে সুনামি। সুনামির ঢেউ ছিল প্রায় ৩ থেকে ৪ মিটার উঁচু (১০-১৩ ফুট)।

2/7
ভয়াল ঢেউ
ভয়াল ঢেউ

প্রাথমিক ভাবে সুনামির ঢেউ আছড়ে পড়েছিল রাশিয়ার পূর্ব উপকূল-- কামচাটকা, সেরগেই, লেবেডেভ এলাকায়। জাপানের উত্তরে হোক্কাইডোর দক্ষিণ উপকূলেও আছড়ে পড়ে সুনামি। ৪০ সেন্টিমিটার, মানে ১.৩ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ে সেখানে। গোটা মার্কিন উপকূলও সন্ত্রস্ত ছিল। আলাস্কা-হাওয়াই দ্বীপাঞ্চলেও ঘোর সুনামির আশঙ্কা ছিল। তবে পরে কিছু কিছু জায়গা থেকে সুনামি-সতর্কতা তুলে নেওয়া হয়েছিল।

3/7
মুক্তি নেই
মুক্তি নেই

তবে দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না রাশিয়ার। বা বলা ভালো, দুর্ঘটনার খবর থেকে যেন মুক্তি নেই রাশিয়ার। কেন, আবার কী হল?

4/7
আকাশে উড়ছে আস্ত নৌকা!
আকাশে উড়ছে আস্ত নৌকা!

সম্প্রতি একটি ভয়ংকর ভিডিয়ো প্রবল প্রচারিত হয়েছে। বলা হচ্ছে-- টেরিফাইয়িং ভিডিয়ো। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে দেখা গিয়েছে, টর্নেডো টেনে নিচ্ছে নৌকা! আকাশে উড়ছে আস্ত নৌকা!

5/7
টর্নেডো-বন্যা
টর্নেডো-বন্যা

রাশিয়ার কুরিল দ্বীপে ৭ মাত্রার এক ভূকম্পের পরেই সেখানে এই দৃশ্য দেখা গিয়েছে। রাশিয়ায় এখন বিধ্বংসী বন্যা। ব্রিজ ভেঙে পড়েছে, গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে।

6/7
সাইরেন, আতঙ্ক
সাইরেন, আতঙ্ক

সেখানে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাইরেন বেজেছে, আতঙ্ক ছড়িয়েছে।

7/7
খামখেয়ালি
খামখেয়ালি

এই যে ভয়ংকর মাত্রার ভূমিকম্প হয়ে গিয়েছে কিছু দিন আগে তার জেরে এখনও রাশিয়ায় নানা জিজাস্টার চলছে। কখনও কেঁপে উঠছে মাটি, কখনও আবহাওয়ার ভয়াল খামখেয়ালি প্রত্যক্ষ হচ্ছে।





Read More