PHOTOS

Jackie Shroff: সব ভিখারির কাছে আছে তাঁর ফোন নম্বর, রোজ অভুক্তদের পেট ভরে খাওয়ান তিনি! বলিউডের সত্যি 'হিরো' কে?

Jackie Shroff supports 100 families: সোনু সুদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাহিনি কে না জানেন। দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু বলিউডের এই হিরো বিগত প্রায় ২০ বছর নীরবে অভুক্তদের খাবার জুগিয়েছেন। জানেন কে তিনি? 

Advertisement
1/8
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি কেবল পর্দার নন, বাস্তেবরও নায়ক বটে। তিন দশকেরও বেশি সময় ধরে অভুক্ত দরিদ্র মানুষদের অন্ন জোগাড় করেন তিনি। এমনকী সবার কাছে তাঁর হোয়্যাটসঅ্যাপ নম্বরও রয়েছে। 

2/8
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...

পরিস্কার নিদান দেওয়া, 'যদি কখনও ক্ষিদে পায়, খাবার না থাকে, আমায় কল করবেন।' কারণ নিজেও তিনি দারিদ্রতার মধ্যে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। 

3/8
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...

একবার এক সাক্ষাত্‍কারে তিনি বলেন, "আমাদের পাবলিক টয়লেট ছিল গোটা বিল্ডিংয়ের জন্য মাত্র তিনটি। প্রতিদিন সকালে, আমাকে হাতে মগ নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হত, আমার পালার জন্য অপেক্ষা করতে হত।"

4/8
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...

আর এই মানুষটিই বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। প্রায় ১০০ দরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছেন। তিন বাট্টি থেকে পালি হিল পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেন।

5/8
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...

মুম্বইয়ের নামী নানাবতী হাসপাতালে একটি স্থায়ী অ্যাকাউন্ট খুলে রেখেছেন তিনি। যেখানে নিয়মিত টাকা জমা দেন দরিদ্র মানুষের চিকিৎসার জন্যে। 

6/8
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...

৩১.৫ কোটি টাকার বিলাসবহুল ৮ বিএইচকে বাংলো এবং ২১২ কোটি টাকারও বেশি সম্পদের মালিক হলেও, জ্যাকি তার সঞ্চয়ের প্রায় অর্ধেক তাদের কল্যাণে ব্যয় করছেন যাদের তিনি একসময় প্রতিবেশী বলে ডাকতেন। 

7/8
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...

বস্তিতে তিনি 'জগ্গু দাদা' নামে পরিচিত - কেবল একটি ডাকনাম নয়, বরং সম্মানের প্রতীক। যখন তিনি নিজেই কর্মহীন ছিলেন, তখন স্ত্রী-র থেকে টাকা নিয়ে রাস্তায় নেমে অসহায় মানুষদের সাহায্য করতেন।

8/8
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...
অভুক্তদের ত্রাতা তিনি, চিনে নিন...

জয়কিষণ কাকুভাই শ্রফ তাই মুম্বইয়ের বস্তিবাসীদের জন্য একজন নীরব ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। 





Read More