PHOTOS

বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রী-দের ঠকিয়েছেন বলিউডের এই অভিনেতারা!

Advertisement
1/7
Bollywood Actors Who Cheated On Their Wives 13333443
Bollywood Actors Who Cheated On Their Wives 13333443

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি সম্পর্কে জড়ান অক্ষয় কুমার। কিন্তু, স্ত্রী টুইঙ্কেল খান্না শেষ পর্যন্ত ঘরে ফিরিয়ে আনেন অক্ষয়কে। সেই থেকে অক্ষয়ের সঙ্গে প্রিয়াঙ্কাকে আর কোনও সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি 

2/7
Bollywood Actors Who Cheated On Their Wives 1333344
Bollywood Actors Who Cheated On Their Wives 1333344

অজয় দেবগণ এবং কাজল-কে বলিউডে 'পাওয়ার কাপল' বলা হয়। কিন্তু, 'ওয়ানস আপন আ টাইম ইন মুম্বই'-এর সময় নাকি কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়ান অজয়। কিন্তু, কাজল শেষ পর্যন্ত অজয়কে ঘরে ফিরিয়ে আনতে সফল হন 

3/7
Bollywood Actors Who Cheated On Their Wives 133334
Bollywood Actors Who Cheated On Their Wives 133334

শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক ছিল বলে শোনা যায়। তাঁরা দু'জনে দুবাইতে গিয়ে বিয়ে করেছিলেন বলেও শোনা যায় গুঞ্জন। কিন্তু,গৌরি খান-কে এ বিষয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি 

4/7
Bollywood Actors Who Cheated On Their Wives 13333
Bollywood Actors Who Cheated On Their Wives 13333

'হদ করদি আপনে'-র শুটিংয়ের সময় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ান গোবিন্দা। ওই সময় রানির সঙ্গে গোবিন্দা লিভ ইনও করছিলেন বলে শোনা যায়। কিন্তু, গোবিন্দার স্ত্রী সুনিতা স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনেও, শেষে সব মেনে নিয়েছিলেন

5/7
Bollywood Actors Who Cheated On Their Wives 1333
Bollywood Actors Who Cheated On Their Wives 1333

পুনম সিনহার সঙ্গে বিয়ের পরও রিনা রয়-এর সঙ্গে শত্রুঘ্ন সিনহা সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু, পুনম সবকিছু মেনে নিয়ে শেষ পর্যন্ত স্বামীকে ঘরে ফিরিয়ে আনেন বলেও শোনা যায়

6/7
Bollywood Actors Who Cheated On Their Wives 133
Bollywood Actors Who Cheated On Their Wives 133

জয়া ভাদুড়িকে বিয়ের পরও অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক ছিল বলে শোনা যায়  

7/7
Bollywood Actors Who Cheated On Their Wives 13
Bollywood Actors Who Cheated On Their Wives 13

বলিউডেডেবিউ-এর সময় আদিত্য পাঞ্চলির সঙ্গে সম্পর্কে জড়ান কঙ্গনা রানাওয়াত। কিন্তু, আদিত্যর স্ত্রী জারিনা ওয়াহাব শেষ পর্যন্ত স্বামীর সব 'কীর্তি' মেনে নিয়েছিলেন বলে শোনা যায়





Read More