Gauahar Khan: প্রথম সন্তানকে স্বাগত জানালেন জায়েদ ও গওহর। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করলেন অভিনেত্রী। ১০ মে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ বছর আগে জাইদ দরবারকে বিয়ে করেন গওহর খান।
কিছুদিন আগে একটি অ্যানিমেটেড ভিডিয়ো পোস্ট করে গওহল জানান যে, দুই থেকে তিন হচ্ছেন তাঁরা।
অবশেষে ১০ মে এল শুভ দিন। পুত্র সন্তানের জন্ম দেন গওহর।
বৃহস্পতিবার নেটপাড়ায় একটি কার্ড পোস্ট করে সুখবর দেন অভিনেত্রী।
পোস্টেই অভিনেত্রী লিখেছেন যে আনন্দে আত্মহারা তাঁরা। পাশাপাশি সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
সদ্য হওয়া বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মা, দিয়া মির্জা, বিক্রান্ত মাসে সহ বলিউডের বেশ কিছু তারকারা।