PHOTOS

Holi 2024: উর্ফি থেকে পুলকিত! হোলি সেলিব্রেশনে মেতেছে বলিপাড়া

Advertisement
1/8
সিদ্ধার্থ-কিয়ারা
সিদ্ধার্থ-কিয়ারা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রঙের উৎসবে পালন করছে দেশ জুড়ে। বলিউডের একাধিক তারকারা সেই তালিকায় যুক্ত। হোলি উদযাপনের ছবি শেয়ার করলেন বলিউডের অন্যতম তারকা জুটি সিদ্ধার্থ-কিয়ারা।

2/8
প্রীতি জিন্টা
প্রীতি জিন্টা

প্রীতি জিন্টা তাঁর স্বামীর সঙ্গে হোলি সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'সবাইকে হোলির শুভেচ্ছা। রঙের এই উৎসব আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দ, সুখ এবং শান্তি নিয়ে আসুক। '

 

3/8
উর্ফি
উর্ফি

পুরো ট্রাডিশনাল লুকে হোলি সেলিব্রেট করলেন উর্ফি।

4/8
দিশা পাটানি
দিশা পাটানি

অক্ষয়-টাইগারের সঙ্গে রঙের উৎসবে মাতলেন দিশা পাটানি।

5/8
অঙ্কিতা-ভিকি
অঙ্কিতা-ভিকি

বিগ বস ১৭ সিজনের সবথেকে চর্চিত জুটি অঙ্কিতা-ভিকি। হোলি উদযাপনে এক অপরকে রঙ লাগালেন এই জুটি।

 

6/8
টাইগার-অক্ষয়
টাইগার-অক্ষয়

'বড়ে মিয়া ছোটে মিয়া' ছবিতে টাইগারের সঙ্গে দেখা গিয়েছে অক্ষয়কে। হোলি উদযাপনে দুই অভিনেতাকে মজার ভিডিয়ো করতে দেখা গিয়েছে।

 

7/8
কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, রবিবার রাজনীতিতে ময়দানে নামলেন। বিজেপি ঘোষণা করেছে যে তিনি হিমাচলে মান্ডি থেকে আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন। আজ তিনি নীল রঙের চুড়িদার এবং হিমাচলি টুপি পরে হোলি শুভেচ্ছা জানিয়েছেন।

 

8/8
পুলকিত-কীর্তি
পুলকিত-কীর্তি

সদ্য বিয়ে করেছেন পুলকিত-কীর্তি। হোলি সেলিব্রেশন করে সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করলেন এই তারকা দম্পতি। ক্যাপশনে লেখেন, 'আমাদের প্রথম হোলি।'





Read More