PHOTOS

Delhi Loksabha Election 2024: দিল্লিতে ভোটের লাইনে সিদ্ধার্থ-শ্বেতা-চিত্রাঙ্গদা...

Bollywood Celeb cast vote: শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ষষ্ঠদফার লোকসভা নির্বাচন। এর আগের দফাতেই মুম্বইয়ের সেলেবকুলকে দেখা গেছে ভোটের লাইনে। তবে বেশ কিছু বলি সেলেবরা দিল্লির ভোটার। আজ তাঁদের দেখা মিলল দিল্লির ভোটের লাইনে। 

Advertisement
1/5
সিদ্ধার্থ
সিদ্ধার্থ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ষষ্ঠদফার লোকসভা নির্বাচন। এদিন ভোট দিতে মুম্বই থেকে দিল্লি যান সিদ্ধার্থ মালহোত্রা। 

2/5
ইশা
ইশা

এদিন মায়ের সঙ্গে ভোট দিতে যান ইশা গুপ্তা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। 

3/5
চিত্রাঙ্গদা
চিত্রাঙ্গদা

দিল্লিতেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন চিত্রাঙ্গদা সিং। 

4/5
শ্বেতা
শ্বেতা

এদিন দিল্লিতে ভোট দেন শ্বেতা ত্রিপাঠী। সবাইকে ভোট দেওয়ার আবেদনও করেন অভিনেত্রী।

5/5
হিমাংশ কোহলি
হিমাংশ কোহলি

দিল্লিতেই ভোট দেন ইয়ারিয়াঁ খ্যাত অভিনেতা হিমাংশ কোহলি। 





Read More