Kiara Advani and Sidharth Malhotra's Firstborn: বিয়ের ৩ বছরের মাথায় দিয়েছিল সুখবর। ১৫জুলাই কন্যাসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী। সময়ের আগেই সন্তানকে জন্ম দিয়েছেন বলে জানা গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের অন্যতম পাওয়ার কাপল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী। ১৫ জুলাই মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।
চলতি বছরই ২৮ ফেব্রুয়ারি সিড-কিয়ারা সুখবর দেন যে, তারা প্রথমবার বাবা-মা হতে চলেছেন।
মা কিয়ারা এবং সদ্যোজাত একেবারেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।
তবে কিয়ারা ডেলিভারি ডেট ছিল আগস্টে।
কিন্তু তারকা জুটির সন্তান সময়ের আগেই চলে এসেছে।
ডেলিভারির জন্য কিয়ারাকে মুম্বইয়ের গিরগাঁও এলাকার রিলায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়।
গত সপ্তাহেই সিড-কিয়ারাকে মুম্বইয়ের একটি ক্লিনিকে দেখা যায়, তাদের সঙ্গে ছিলেন সিদ্ধার্থের মা রিমা মালহোত্রা এবং কিয়ারার বাবা-মা—জেনিভিভ ও জগদীপ আদবানী।
প্রেগন্যান্সির খবর প্রকাশ্য আসার পর থেকেই সিড-কিয়ারা নিজেদের প্রাইভেসি বজায় রেখেছিলেন।
'শেরশাহ' ছবির শ্যুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েন এই তারকা জুটি। রিল লাইফ থেকে রিয়েল লাইফে জুটিতে পরিণত হয় ২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি। রাজস্থানে সূর্যগড়ে একেবারে ড্রিমল্যান্ডের মত সাতপাকে বাধা পড়েন সিড-কিয়ারা।