PHOTOS

Aamir Khan's 3rd Marriage: ছাদনাতলায় আমির খান? তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ মিস্টার পারফেকশনিস্ট!

Aamir Khan: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জ়মিন পর’ (Sitare Zameen Par) দর্শকমনে দাগ কেটেছে গভীরভাবে। তবে এই মুহূর্তের বলিউডে জব্বর খবর! অতীত ভুলে মিস্টার পারফেকশনিস্ট নাকি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। মাসখানেক আগেই জানা গিয়েছিল, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান। পরিবারের সঙ্গেও তাঁকে আলাপ করিয়েছেন। সম্প্রতি আমির কান তাঁর ষাট বছরের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের (Gouri Sprat) সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন। এবার খবর, বলিউড সুপারস্টার নাকি তৃতীয়বার বিয়েটা সেরেই ফেলেছেন! আসলে এহেন গুঞ্জনের সূত্রপাত আমির খানের এক মন্তব্যকে ঘিরেই।

Advertisement
1/12
নতুন ছবির সাফল্য
নতুন ছবির সাফল্য

একদিকে নতুন ছবির সাফল্য, অন্যদিকে নতুন স্বপ্নের পথে যাত্রা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জ়মিন পর’ দর্শকমনে দাগ কেটেছে গভীরভাবে। কিন্তু আমিরের দৃষ্টি এর মধ্যেই তাঁর পরবর্তী প্রোজেক্টের দিকে—এবার আর একার ছবি নয়, বরং একেবারে একাধিক পর্বে মহাভারতের মহাকাব্যিক রূপান্তর হতে চলেছে বড় পর্দায়!

সম্প্রতি এক সাক্ষাৎকারে, সিনেমা থেকে ব্যক্তিগত জীবন—সব কিছু নিয়েই অকপট ছিলেন আমির। তিনি জানান, বহুদিন ধরেই মাথায় ঘুরছিল মহাভারত বানানোর চিন্তা। অবশেষে সেই স্বপ্ন সত্যি করতে চলেছেন। অগাস্ট মাস থেকেই শুরু হচ্ছে ছবির কাজ। আর এ নিয়ে কোনও আপস থাকবে না।

2/12
আমিরের ছবি
আমিরের ছবি

তবে তাঁর শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবুও আমির জানালেন, “আমি ছবিটা নিয়ে গর্বিত। হয়তো সবার সঙ্গে কানেক্ট করতে পারেনি, কিন্তু একটা নির্দিষ্ট কিছু দর্শক আজও আমার ছবিটাকে ভালোবাসে। তারপরে অনেকেই আমায় বলেছিলেন, আমি যেন এমন ছবি না বানাই, কিন্তু আমি তো মন দিয়ে কাজ করি। আমার ছবিরগুলো বরাবরই আলাদা ছিল—‘লগান’, ‘রং দে বসন্তি’, ‘তারে জ়মিন পর’—সব কিছু নিয়েই আমাকে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু গল্পটা যখন মনে বাসা বাঁধে, তখন আর কিছু ভাবি না।”

3/12
‘সিতারে জ়মিন পর’
 ‘সিতারে জ়মিন পর’

এই অন্তরের টানই তাঁকে নিয়ে এল স্প্যানিশ ছবির অ্যাডাপটেশন ‘সিতারে জ়মিন পর’-এর দিকে, যা এখন দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। 

4/12
মিস্টার পারফেকশনিস্ট
মিস্টার পারফেকশনিস্ট

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মিস্টার পারফেকশনিস্ট। অভিনেতাকে প্রশ্ন ছোড়া হয়েছিল, অদূর ভবিষ্যতে আপনারা কি বিয়ের পিঁড়িতে বসছেন? প্রত্যুত্তরে আমির জানান, “হ্যাঁ, আমরা একসঙ্গে রয়েছি। একে-অপরের বিষয়ে ভীষণই সিরিয়াস এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেটা কিন্তু আপনারাও সকলে জানেন।” 

5/12
অতীতে দু’বার ডিভোর্স হয়েছে আমির খানের
অতীতে দু’বার ডিভোর্স হয়েছে আমির খানের

অতীতে দু’বার ডিভোর্স হয়েছে আমির খানের। এপ্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমার দুটো বিয়েই অসফল। তাই আমার কাছে বিয়ের উপদেশ নেওয়া ঠিক নয়। আসলে আমি একা থাকতে ভালোবাসি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ। আমরা একটা পরিবার। আসলে জীবন তো অনিশ্চিত, কী করেই বা বিশ্বাস করি? তাই বিয়ে টিকে থাকাটা প্রত্যেক মানুষের উপর নির্ভর করে।” এবার কি তাহলে গৌরীতেই শান্তির খোঁজ পেলেন মিস্টার পারফেকশনিস্ট!

6/12
‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ
‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ

প্রসঙ্গত, আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন। মাসখানেক সেই গুঞ্জনও চলল বহাল তবিয়তে। ফতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে সেই আবহে। তবে সেই ফতিমা ম্যাজিকও ফ্যাকাসে! 

7/12
প্রেম শুরু হয় ১ বছর আগে
প্রেম শুরু হয় ১ বছর আগে

নতুন বছরের শুরুতেই জব্বর খবর আসে আমির খান নাকি চলতি বছরেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! ২৫ বছর আগে বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ মিস্টার পারফেকশনিস্টের। তবে প্রেম শুরু হয় ১ বছর আগে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ২ বছর আগে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান।

8/12
আমির খানের হৃদয়েও এখন প্রেমের বসন্ত
আমির খানের হৃদয়েও এখন প্রেমের বসন্ত

আমির খানের হৃদয়েও এখন প্রেমের বসন্ত। প্রেমিকা গৌরী স্প্রাট-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানালেন, “গৌরী আর আমি খুবই সিরিয়াস, খুবই কমিটেড একটা জায়গায় দাঁড়িয়ে আছি। বিয়েটা হয়তো এখনও হয়নি কাগজে-কলমে, কিন্তু মনের ভিতরে আমি ওকে আগেই বিয়ে করে ফেলেছি। আমরা একসঙ্গে আছি, ভালোবাসায়, বিশ্বাসে।”

9/12
মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত
মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত

দু’বার বিবাহবিচ্ছেদের পরে অবশেষে গৌরীর মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছিলেন আমির। বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে আমির বলেন, “গৌরী ও আমি দু’জনই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তো সঙ্গী। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।” বাস্তবে বিবাহবন্ধনে ফের আবদ্ধ হবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন গৌরীর সঙ্গে এই সফর থেকেই, জানিয়েছেন আমির।

10/12
আমিরের প্রেমিকা গৌরী
আমিরের প্রেমিকা গৌরী

গৌরী বেঙ্গালুরু নিবাসী। তাঁর বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা।

11/12
দ্বিতীয় স্ত্রী কিরণ রাও
দ্বিতীয় স্ত্রী কিরণ রাও

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।” অন্য দিকে গৌরী বলেছেন, “আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।”

12/12
‘মহাভারত’
‘মহাভারত’

ছবির পর ছবি নয়, এবার নিজেকে পুরোপুরি উজাড় করে ‘মহাভারত’-এর বিশাল ক্যানভাসে হাজির হচ্ছেন আমির খান। সঙ্গী হয়ে পাশে রয়েছেন গৌরী। সিনেমার স্ক্রিপ্টের মতোই জীবনটাও যেন এক অপূর্ব গল্প। দর্শকরা, অপেক্ষায় থাকবে—এই গল্পের পরবর্তী অধ্যায় দেখার জন্য।





Read More