Vande Bharat Ticket Booking: শেষ মুহূর্তে যারা যাওয়া প্ল্যান করেন তাদের জন্য এটি বিরাট সুযোগ এনিয়ে দিল রেল। কিন্তু কীভাবে?
রেলে দূরপাল্লার সফরে টিকিট পাওয়াই কঠিন। তার পরে যদি হয় সেটি কোনও প্রিমিয়াম ট্রেন। অনেকেই এখন তাকিয়ে থাকতে বাধ্য হন তত্কাল টিকিটের দিকে। সেই সমস্যার সমাধান করল রেল।
এবার বন্দে ভারতের মতো ট্রেনের টিকিট IRCTC থেকে কাটা যাবে যাত্রা শুরুর ১৫ মিনিট আগে। শেষ মুহূর্তে যারা যাওয়া প্ল্যান করেন তাদের জন্য এটি বিরাট সুযোগ এনিয়ে দিল রেল। কিন্তু কীভাবে?
কয়েকটি বন্দে ভারতের জন্য ওই সুযোগ দেওয়া হচ্ছে। দিচ্ছে সার্দান রেল। এই রুটের মধ্যে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর মতো গন্তব্যের রুটগুলি রয়েছে। ওইসব রুটে এরকম টিকিটের চাহিদা অনুযায়ী অন্য রুটগুলিতেও তা চালু করা হবে। আপাতত এই সুযোগ মিলছে ৮টি ট্রেনে।
কীভাবে কাটবেন টিকিট? IRCTC ওয়েবসাইট বা IRCTC Rail Connect অ্যাপে লগ ইন করতে হবে। বন্দে ভারত এক্সপ্রসের জন্যে বোর্ডিং স্টেশন, তারিখ দিয়ে আপনার যে বন্দে ভারত প্রয়োজন তাতে ক্লিক করতে হবে।
ওই বন্দে ভারত সিলেক্ট করার পরই দেখাবে কটি সিট খালি রয়েছে। এর পক কোন ক্লাসে যাবেন তা ঠিক করে বোর্ডিং পয়েন্ট কনফার্ম করতে হবে।
অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট বুক করে ফেলতে হবে। টিকিট বুক হয়ে যাওয়ার পরই ই-টিকিট এসে যাবে এসএমএস, ইমেইল বা হোয়াটসঅ্যাপে। আপনার কাজ শেষ। এবার সোজা উঠে পড়তে পারেন ট্রেনে।