PHOTOS

Jeet's Birthday: 'বস’-এর জন্মদিন! বৃষ্টি মাথায় জিতের বাড়ির সামনে ফ্যানেদের ঢল...

Jeet Madnani: বলিউড সুপারস্টারদের জন্মদিনে যেমন উত্তেজনা দেখা যায়। ঠিক একই উন্মাদনা চোখে পড়ল এদিনও। কাতারে কাতারে দাঁড়িয়ে ভক্তরা। 

Advertisement
1/5
'বস’-এর জন্মদিন
'বস’-এর জন্মদিন

টলিপাড়ার সুপারস্টার তিনি। অনুরাগীদের মনে তাঁকে নিয়ে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সেই উন্মাদনার ছবি দেখা গেল সুপারস্টার জিৎ-এর (Jeet) জন্মদিনের দিনেও।

2/5
'বস’-এর জন্মদিন
'বস’-এর জন্মদিন

প্রতিবছরের মতো এদিনও মাঝরাত থেকে বাড়ির সামনে শুরু হয় সেলিব্রেশন। গান গেয়ে, বাজি ফাটিয়ে চলল সেলিব্রেশন। 

3/5
'বস’-এর জন্মদিন
'বস’-এর জন্মদিন

আর প্রতিবারের মতো এবারও জিৎ তাঁর অনুরাগীদের নিরাশ করলেন না। যথাসময় হাজির হয়ে গেলেন তিনিও।

4/5
'বস’-এর জন্মদিন
'বস’-এর জন্মদিন

৪৬ বছরে পা দিলেন অভিনেতা জিত। দক্ষিণী ছবি দিয়ে তাঁর কেরিয়ার শুরু। এখন তিনি টলিউডে রাজ করছেন।

5/5
'বস’-এর জন্মদিন
'বস’-এর জন্মদিন

বৃষ্টি মাথায় নিয়েই জিতের বাড়ির সামনে ফ্যানেদের ঢল। ইন্ডাস্ট্রিকে ভালবেসেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি।  





Read More