Marriage cancelled over groom's poor CIBIL Score: প্রশ্ন হচ্ছে কী এই CIBIL স্কোর? এই CIBIL স্কোর জানার পর কেন-ই বা বিয়ে খারিজ করে দিল মেয়ের বাড়ি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় আছে, লাখ টাকা না হলে বিয়ে হয় না। বিয়ের সম্বন্ধ দেখতে মেয়ের বাড়ি এসেছিল পাত্রপক্ষ। আলোচনা চলছে দুই পরিবারে, এমন সময় বিয়ে পাকা করার আগে মেয়ের কাকা পাত্রের CIBIL স্কোর জানতে চাইলেন! মহিলার কাকা যখন হবু পাত্রের CIBIL স্কোর পরীক্ষা করেন, তখনই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।
CIBIL স্কোর জানার পরই মেয়ের বাড়ি থেকে পত্রপাঠ খারিজ করে দেওয়া হল বিয়ে! এমনই তাজ্জব করে দেওয়া ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের মুর্তিজাপুরে এই ঘটনা সামনে আসার পর চমকে গিয়েছে সবাই। এখন প্রশ্ন হচ্ছে কী এই CIBIL স্কোর? এই CIBIL স্কোর জানার পর কেন-ই বা বিয়ে খারিজ করে দিল মেয়ের বাড়ি?
CIBIL স্কোর হল একটি তিন অঙ্কের সংখ্যা যা কোনও ব্যক্তির ক্রেডিট ইতিহাসকে তুলে ধরে। ৩০০ থেকে ৯০০- এই CIBIL স্কোরের রেঞ্জ। CIBIL স্কোর বেশি হলে তা ভালো আর্থিক দশা নির্দেশ করে। উলটোদিকে কম স্কোর অর্থনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দেয়। এখন বিভিন্ন ব্যাংক কোনও ব্যক্তির এই CIBIL স্কোর দেখে তাঁর সময়ে ঋণ পরিশোধের ক্ষমতা ও সম্ভাবনা নির্ধারণ করে থাকে।
জানা গিয়েছে, ওই যুবকের CIBIL স্কোর খুব কম ছিল। যা দেখে মেয়ের কাকা খুশি হননি। মেয়ের পরিবার এটা দেখে হতবাক হয়ে যায় যে, হবু পাত্র বিভিন্ন ব্যাংক থেকে নিজের নামে একাধিক ঋণ নিয়েছেন। আর তার CIBIL স্কোরও খুব কম। যা কিনা অনিয়মিত পেমেন্ট, লোন ডিফল্ট ও আর্থিক অস্থিরতা ইঙ্গিত করে।
আর তারপরই ওই পাত্রের সঙ্গে ভাইঝির বিয়েতে বেঁকে বসেন কাকা। কারণ তাঁর মতে, ওই যুবক আর্থিক সমস্যায় জর্জরিত। তাই সে বিয়ের পর কোনও আর্থিক নিশ্চয়তা প্রদান করতে পারবে না। ফলে সে বিয়ের জন্য উপযুক্ত পাত্র নয়। কাকার কথায় সহমত হয় মেয়ের বাড়ির অন্য লোকেরাও। এরপরই ওই পাত্রের সঙ্গে বিয়ের প্রস্তাব ভেস্তে দিয়ে পিছিয়ে আসে মেয়ের পরিবার।