বাজারে আসছে বিএসএনএলের ৫জি পরিষেবা। একথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছে। কিন্তু সেই পরিষেবা শুরু হবে কবে। এবার চলে এল বড় খবর।
দিল্লির কাছাকাছি এলাকায় ১৮৭৬টি ৫জি টাওয়ার বসাতে চলেছে বিএসএনএল। এরজন্য টেন্ডারও ডাকা হয়েছে।
সংবাদমাধ্যমে খবর দিল্লিতেই প্রথম ৫জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল।
জানা যাচ্ছে আগামী বছর মকর সংক্রান্তিতেই ওই পরিষেবা চালু করে দেবে বিএসএনএল।
ওই পরিষেবা চালু করার জন্য টাটার সঙ্গে ১৯ হাজার কোটি টাকার চুক্তি করেছে বিএসএনএল। পরিষেবা প্রথম চালু হবে দিল্লির চাণক্যপুরি, কনট প্লেস ও মিন্টো রোড এলাকায়।