Brazil Bus Accident: রবিবার ব্রাজিলের আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম এক পার্বত্য সড়কে দুর্ঘটনাটি ঘটে।
এক বিবৃতিতে ব্রাজিলের আলাগোয়াসের রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে বাসটি খাদে পড়ে যায়। প্রায় ৭০ ফুট নীচে!
ঘটনাস্থলেই ২২ জনের দেহ উদ্ধার। ফলে ২২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন উদ্ধারকারীরা।
দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এক অন্তঃসত্ত্বা মহিলাকে। পরে তিনি মারা যান।
জানা গিয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন।
ব্রাজিলের বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বাসে থাকা আরও অনেকেই আহত হয়েছেন। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরে তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।