PHOTOS

Deadly Bus Accident: ভয়ংকর! যাত্রীবোঝাই বাস গিয়ে পড়ল খাদে, মৃত্যুর মিছিল; কান্না, হাহাকার...

Brazil Bus Accident: রবিবার ব্রাজিলের আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম এক পার্বত্য সড়কে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement
1/6
রাস্তা থেকে খাদে
রাস্তা থেকে খাদে

এক বিবৃতিতে ব্রাজিলের আলাগোয়াসের রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে বাসটি খাদে পড়ে যায়। প্রায় ৭০ ফুট নীচে!

2/6
দেহ উদ্ধার
দেহ উদ্ধার

ঘটনাস্থলেই ২২ জনের দেহ উদ্ধার। ফলে ২২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন উদ্ধারকারীরা।

3/6
অন্তঃসত্ত্বার মৃত্যু
অন্তঃসত্ত্বার মৃত্যু

দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এক অন্তঃসত্ত্বা মহিলাকে। পরে তিনি মারা যান।

4/6
৪০ যাত্রী
৪০ যাত্রী

জানা গিয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন।

5/6
আশঙ্কাজনক
আশঙ্কাজনক

ব্রাজিলের বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বাসে থাকা আরও অনেকেই আহত হয়েছেন। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

6/6
তিন দিনের শোক
তিন দিনের শোক

দুর্ঘটনার পরে তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।





Read More