PHOTOS

Uttarakhand: হাড়হিম! বোঝাই বরযাত্রী নিয়ে বাস পড়ল গভীর খাদে, মর্মান্তিক মৃত্যু...

Bus Fell into Deep Gorge: মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি জেলায়। হরিদ্বারের লালধাং থেকে পাউরির বিরোনখাল যাচ্ছিল বাসটি। বাসে মোট ৪০-৫০ জন ছিলেন।

Advertisement
1/6
সীমান্ডি গ্রামে
সীমান্ডি গ্রামে

রাত ৮টা নাগাদ সীমান্ডি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারানোয় খাদে পড়ে যায় বাসটি।

2/6
আর্তনাদ
আর্তনাদ

কনের বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি খাদে পড়ার পর যাত্রীরা আর্তনাদ শুরু করেন। আশপাশের বাসিন্দারা দৌড়ে আসেন।

3/6
দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার
দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার

খবর পেয়ে স্থানীয় থানার পুলিস ও এসডিআরএফ টিম ছুটে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

4/6
৩০ জনের মৃত্যু
৩০ জনের মৃত্যু

এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে প্রশাসনের তরফে এখনও কিছু বলা হয়নি।

5/6
গভীর খাদে
গভীর খাদে

চালক নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীভরা বাসটিকে নিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যান বলে জানা গিয়েছে। 

6/6
অকুস্থলে স্পিকার
অকুস্থলে স্পিকার

খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রীতু খান্ডুরি। যদিও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।





Read More