PHOTOS

Chief Hit Officers: বাঙালি বুশরায় বিতর্ক! বিশ্বের আরও সাত মহিলা হিট অফিসারকে চিনুন

দিন-দিন তাপমাত্রা বেড়েই চলেছে। বাংলাদেশের রাজধানীতেও এবছর তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা ৫৮ বছরে রেকর্ড। ঢাকা উত্তর সিটি করপোরেশন তো বটেই, এশিয়ার কোন শহরের প্রথম চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁকে। 

Advertisement
1/9
Bushra Afreen
Bushra Afreen

ঢাকার প্রথম ‘চিফ হিট অফিসার’ নিযুক্ত হয়েছেন বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো বটেই, এশিয়ার (Asia) কোন শহরের প্রথম ‘চিফ হিট অফিসার’ হিসাবে নিয়োগ করা হয়েছে। আর তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। 

2/9
Bushra Afreen
Bushra Afreen

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন। কানাডায় গ্লোবাল ডেভেলমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশুনা শেষ করেন তিনি। শহরের তাপ নিয়ন্ত্রণ করাই বুশরার একমাত্র কাজ। 

3/9
Eleni Myrivili
Eleni Myrivili

তবে কেবল বুশরা নয়, দেশের সাত মহিলা হিট অফিসারকে দেখে তাক লেগে যাবে। গ্রিসে এথেন্সে এই পদে আছেন এলেনি লেনিও মাইরিভিলি।

4/9
Cristina Huidobr
Cristina Huidobr

অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার  এই অফিসার নিয়োগ করে। চিলির সান্তিয়াগোতে চিফ হিট অফিসার পদে আছেন ক্রিস্টিনা হুইডোব্রো। 

5/9
Marta Segura
Marta Segura

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের হিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মার্তা সেগুরা।

6/9
Jane Gilbert
Jane Gilbert

 ২০২১ সালের জুনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে প্রথম বারের মতো চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়। ফ্লোরিডার মিয়ামি-দাদে কাউন্টির চিফ হিট অফিসার জেন গিলবার্ট।

7/9
Eugenia Kargbo
Eugenia Kargbo

অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের পরিচালকে দায়িত্বে আছেন ক্যাথি বাঘম্যান ম্যাক্লিওড। সিয়েরা লিওনের ফ্রিটাউনের হিট অফিসার হলেন ইউজেনিয়া কার্গবো।

8/9
Surella Segú
Surella Segú

মেক্সিকোর মনটেরিতে হিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সুরেলা সেগু।

9/9
Krista Milne
Krista Milne

অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিফ হিট অফিসার পদে দায়িত্ব পালন করছেন ক্রিস্টা মিলনে।





Read More