Mithu Chakraborty: স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী। গত ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। এরপরেই কেমো শুরু হয়েছে মার্চ থেকে। বহু মাস পরে ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমা থেকে সিরিয়াল, চুটিয়ে অভিনয় করছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। সম্প্রতি ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে মহেশ্বরীর চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। কিন্তু আচমকাই সেই ধারাবাহিক থেকে সরে এসেছিলেন অভিনেত্রী।
গত জুন মাসে জানা যায় স্তন ক্যানসারে আক্রান্ত মিঠু চক্রবর্তী। গত ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। এরপরেই কেমো শুরু হয়েছে মার্চ থেকে।
জুন মাসে সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন যে অভিনেত্রীর কেমো থেরাপি চলছে। কেমো থেরাপি শেষ হয়ে গেলে শুরু হবে রেডিও থেরাপি। এই কঠিন সময়ে স্ত্রীর পাশে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী।
দীপাবলিতে বহুমাস পর ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী। হাসি মুখে ফ্রেম বন্দি হলেন বড় ছেলে গৌরব, বউমা রিধিমা ও স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে।
কেমোর কারণে চুল উঠে গেছে মিঠু চক্রবর্তীর। দীর্ঘ অসুস্থতায় ওজনও ঝড়েছে বেশ খানিকটা। তবে সর্বক্ষণ যেভাবে হাসিমুখে দেখা যেত অভিনেত্রীকে, সেই হাসি আছে অমলিন।
পরিবারের সঙ্গে দীপাবলির ছবি শেয়ার করে রিধিমা লেখেন, ‘আমাদের পরিবারের সকলের তরফ থেকে থেকে আপনাকে দীপাবলি এবং কালীপুজোর শুভেচ্ছা জানাই। এই উৎসব আমাদের জীবনকে আলোকিত করে, সমস্ত বাধা দূর করে এবং অফুরন্ত আনন্দ এবং আশীর্বাদ নিয়ে আসুক। আসুন ভালবাসা এবং ঐক্যের চেতনায় একসঙ্গে উদযাপন করি।’