নিজস্ব প্রতিবেদন: ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কাড়লেন অ্যামি জ্যাকসন। ডার্ক মেরুন রঙের বল গাউনে ছবির স্ক্রিনিংয়ে রেড কার্পেটে আগমন নায়িকার।
গাউনের সঙ্গে মানানসই হীরের নেকলেস, কানে টপ। হাল্কা আই মেকআপ, লাল ঠোঁট, ফোটোগ্রাফারদের ক্যামেরার ফ্ল্যাস ঝলমল করতেই থাকল।
কান চলচ্চিত্র উৎসবে প্রায় প্রতিদিনই ভিন্ন পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন ব্রিটিশ মডেল নায়িকা। তৈরি হওয়ার মুহুর্ত তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে।
বার্ষিক আমফার গালা ও চোপার্ড পার্টিতেও চুটিয়ে মজা করেছেন । কালো লম্বা ট্রান্সপারেন্ট গাউনে তাঁর ক্লিভেজ স্পষ্ট, পোজ দিয়েছেন অ্য়ামি। স্মোকি চোখ, ন্যুড লিপস্টিক, হেয়ার জেল দিয়ে আঁচরানো তাঁর চুল।
উন্মুক্ত বক্ষ, গলায় মোটা হীরের গয়না, পিঙ্ক ফ্লোর টাচিং গাউনে পোজ অ্যামির। ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল তাঁর ছবি। আলি কারোউইয়ের পোশাকে সেজেছিলেন তিনি।
লিফটে সামনে দাঁড়িয়ে পোজ নায়িকার। আরও ছবি শেয়ার করেছেন জনপ্রিয় ফোটোগ্রাফার ফ্রেডরিক মোনকিউ। কালো স্কিনি গাউনের সঙ্গে, হিরের গয়না পরেছিলেন অ্যামি। পাউট করে ছবি দিলেন তিনি।
রেড কার্পেটে ঝড় তুলেছেন অ্যামি। সেখানে হাজির ফোটোগ্রাফারদের অনুরোধে বিভিন্ন পোজ দিলেন তিনি (Amy Jackson)।
২০১৬ সাল থেকে প্রতিবারই কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ছাপ রেখে গিয়েছেন অ্যামি জ্যাকসন (Amy Jackson)। এবারও তার অন্য়থা হল না।