PHOTOS

Mobile Threat: মোবাইলে কার্টুন না সিরিয়াল! দুই বোনের ঝগড়ায় মায়ের শাসন, ঘরে ঢুকেই দিদি দড়িতে...

Kalna incident: এমন ঘটনাও যে ঘটে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। তাহলে হয়তো বুঝিয়ে রাজি করাতেন। বকাবকি করতেন না। সিরিয়াল না কার্টুন চলবে মোবাইলে- এই বিতর্ক মর্মান্তিক পরিণতি। 

Advertisement
1/7
এমনটাও হতে পারে!
এমনটাও হতে পারে!

সঞ্জয় রাজবংশী: মোবাইল ফোনে এখন কাটুন নয় সিরিয়াল চলবে,এই নিয়ে বোন ও দিদির মধ্যে ঝামেলা। এর মাঝেই দিদির থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে বোনকে দেয় মা। 

2/7
এমনটাও হতে পারে!
এমনটাও হতে পারে!

পরে দিদিকে মা বকাবকিও করেন। আর এতেই অভিমান হয় দিদির। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। 

3/7
এমনটাও হতে পারে!
এমনটাও হতে পারে!

ঘটনাটি ঘটেছে কালনার নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের সাতগাছিয়া এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই কিশোরীর নাম কাজুলি খান (১৪)। 

4/7
এমনটাও হতে পারে!
এমনটাও হতে পারে!

মৃত ওই কিশোরীর মা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ জানান, বোনের সঙ্গে বসে বড় মেয়ে ফোন দেখছিল। 

5/7
এমনটাও হতে পারে!
এমনটাও হতে পারে!

দুজনের মধ্যে ফোনে কাটুন না সিরিয়াল এই দেখাকে কেন্দ্র করে ঝামেলা হয়। আমি বকাবকি করার পর ফোনটি কেড়ে নিই। 

6/7
এমনটাও হতে পারে!
এমনটাও হতে পারে!

এরপরই অভিমান করে এই ঘটনা।  মঙ্গলবার কালনা হসপিটালে হবে মৃতদেহের ময়নাতদন্ত।

7/7
এমনটাও হতে পারে!
এমনটাও হতে পারে!

সামান্য ফোন দেখাকে কেন্দ্র করে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারে কল্পনাও করেননি মা। 





Read More