Cyclone Garance Update: গ্যারান্স নামের এই ঘূর্ণিঝড়টি ক্যাটেগরি-৩ সাইক্লোন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়! ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হতে পারে দেশ! লকডাউন পরিস্থিতি গোটা দেশে! আতঙ্কে প্রমাদ গুনতে থাকে দেশবাসী।
বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজও। গোটা দেশে যেন এক অঘোষিত লকডাউন পরিস্থিতির তৈরি হয়। জারি হয় রেড অ্যালার্ট। ভয়ে কাঁপতে থাকে গোটা দেশ!
এমনই দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে গেল ভারতের বন্ধুরাষ্ট্র মরিশাস। এই দেশটার অর্ধেকের বেশি জনসংখ্যা-ই হিন্দু। বুধবার ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়, আর তারপরই গোটা দেশে যেন 'লকডাউন' জারি হয়ে যায়!
আসলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে এগোচ্ছিল ঝড়টি। বুধবার যখন ডেনিসে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি, তখন সেখান থেকে মরিশাসের দূরত্ব মাত্র ২২৭ কিলোমিটার।
গ্যারান্স নামের এই ঘূর্ণিঝড়টিকে বলা হচ্ছিল ক্যাটেগরি-৩ সাইক্লোন। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫-২২৪ কিলোমিটার। শেষে ঘূর্ণিঝড়টি ফ্রান্স উপকূল বরাবর এগিয়ে যাওয়ায় ফের খুলে দেওয়া হয়েছে মরিশাস বিমানবন্দর।
তবে ক্যাটেগরি-৩ সাইক্লোন গ্যারান্স ফরাসি দ্বীপপুঞ্জ রিইউনিয়নে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই সেখানে ৪ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।