PHOTOS

Cyclone Garance: ১৯৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়! রেড অ্যালার্ট! 'লকডাউন' ভারতের বন্ধুরাষ্ট্রে...

Cyclone Garance Update: গ্যারান্স নামের এই ঘূর্ণিঝড়টি ক্যাটেগরি-৩ সাইক্লোন।

Advertisement
1/6
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়! ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হতে পারে দেশ! লকডাউন পরিস্থিতি গোটা দেশে! আতঙ্কে প্রমাদ গুনতে থাকে দেশবাসী।

 

2/6
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...

বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজও। গোটা দেশে যেন এক অঘোষিত লকডাউন পরিস্থিতির তৈরি হয়। জারি হয় রেড অ্যালার্ট। ভয়ে কাঁপতে থাকে গোটা দেশ!

 

3/6
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...

এমনই দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে গেল ভারতের বন্ধুরাষ্ট্র মরিশাস। এই দেশটার অর্ধেকের বেশি জনসংখ্যা-ই হিন্দু। বুধবার ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়, আর তারপরই গোটা দেশে যেন 'লকডাউন' জারি হয়ে যায়!

 

4/6
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...

আসলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে এগোচ্ছিল ঝড়টি। বুধবার যখন ডেনিসে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি, তখন সেখান থেকে মরিশাসের দূরত্ব মাত্র ২২৭ কিলোমিটার। 

 

5/6
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...

গ্যারান্স নামের এই ঘূর্ণিঝড়টিকে বলা হচ্ছিল ক্যাটেগরি-৩ সাইক্লোন। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫-২২৪ কিলোমিটার। শেষে ঘূর্ণিঝড়টি ফ্রান্স উপকূল বরাবর এগিয়ে যাওয়ায় ফের খুলে দেওয়া হয়েছে মরিশাস বিমানবন্দর।

6/6
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...
সাইক্লোন গ্যারান্সের তাণ্ডব...

তবে ক্যাটেগরি-৩ সাইক্লোন গ্যারান্স ফরাসি দ্বীপপুঞ্জ রিইউনিয়নে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই সেখানে ৪ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।





Read More