Red Spot in Skin: স্কিনে লাল দাগ হয়ে যাওয়ার প্রধান কিছু কারণ হল অ্যালার্জি ,ইনফেকশনস, একজিমা বা সরিয়াসিস। এই ধরনের ত্বকের সমস্যা থাকলে যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা নিন।
সোরিয়াসিস হল দীর্ঘমেয়াদী চর্মরোগ। এটি দেখতে আঁশযুক্ত ছোপের মতো হয়। এটি উঠে যাওয়ার পর লালচে আভা বা সামান্য রক্তক্ষরন হওয়ার সম্ভাবনা থাকে।
এটি একপ্রকার এটোপিক ডারমাটাইটিস চুলকানি। এটি সাধারনত জন্মগত রোগ। এরফলে আপনার ত্বকে লাল ফোসকার মতো দাগ দেখা যায়।
এটি দেখতে অনেকটা স্পাইডারের মতো, তাই এটা স্পাইডার নেভাস বা মাকড়শার শিরা নামেও পরিচিত। এটি মূলত গর্ভাবস্থা বা হরমোন চেঞ্জের কারনে দেখা যায়।
ডার্মাটাইটিসের অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে শুষ্ক ত্বক, স্ট্রেস, এবং ইমিউন সিস্টেমের সমস্যার ফলে ত্বকে এই রোগ দেখা যায়।
অয়েলি স্কিন, বা হরমোন চেঞ্জের ফলে এটি হওয়ার প্রধান কারন। এটি দেখতে ব্রণের মতো কিন্তু দেখতে খুব ছোট হয়। সাধারনত এটি মুখে, পিঠে, বুকে দেখা যায়।
এটি হওয়ার মূল কারণ কিছু স্পেসিফিক খাবার বা কীট-পতঙ্গের কামড়ের ফলে ত্বকে লাল দাগ দেখা যায়। এরফলে আমাদের ত্বকে জ্বালাভাব, চুলকানি, ফোলাভাব সহ অ্যালার্জির নানা ধরনের লক্ষন দেখা যায়।