PHOTOS

RG Kar: মোট ১০ ময়নাতদন্তের রিপোর্ট তলব! আরজি কর-কাণ্ডে তদন্তে নয়া মোড়...

Advertisement
1/5
ফের হইচই আরজি কর নিয়ে...
ফের হইচই আরজি কর নিয়ে...

অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: আরজি কর-কাণ্ডে তদন্তে নয়া মোড়। ৯ অগাস্ট আরজি করে যে ঘটনা ঘটে তাতে শরীরে বেশ কিছু আঘাতের দাগ পাওয়া গিয়েছিল বলে খবর। 

2/5
ফের হইচই আরজি কর নিয়ে...
ফের হইচই আরজি কর নিয়ে...

এই ঘটনার পোস্টমর্টেম নিয়েও উঠেছিল প্রশ্ন। সূত্রের খবর, সিবিআই এর তরফ থেকে আরজি করের কাছে এই ঘটনার আগের পাঁচটি পোস্টমর্টেম রিপোর্ট এবং পরের পাঁচটি পোস্টমর্টেম রিপোর্ট চাওয়া হয়েছে। 

3/5
ফের হইচই আরজি কর নিয়ে...
ফের হইচই আরজি কর নিয়ে...

রিপোর্টগুলো থেকে সিবিআই খতিয়ে দেখবে যে আরজিকরের তরফ থেকে ইনজুরিগুলো কিভাবে পরীক্ষা করা হয়েছিল। ওদিকে গতকাল আরজিকরের মর্গের দুটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য ভবনের নির্দেশে তিন সদস্যের একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। 

4/5
ফের হইচই আরজি কর নিয়ে...
ফের হইচই আরজি কর নিয়ে...

মূলত আরজিকরের প্রিন্সিপালের নেতৃত্বেই এই তদন্ত কমিটি কাজ করবে। তদন্ত শেষ হওয়ার পর রিপোর্ট স্বাস্থ্য ভবনকে জমা দেবে এই কমিটি। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি নিজে একজন ফরেনসিক মেডিসিন বিভাগের এমডি। 

5/5
ফের হইচই আরজি কর নিয়ে...
ফের হইচই আরজি কর নিয়ে...

তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ডিসেম্বর মাস থেকে তিনি সপ্তাহে একদিন করে দিনে মর্গে যাবেন এবং নিজে মৃতদেহের ময়না তদন্ত করবেন।





Read More