Meerut murder case: ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, সৌরভের মাথা কেটে ফেলা হয়েছে, তার হাত কব্জি থেকে কেটে ফেলা হয়েছে এবং তার পা পিছনের দিকে বাঁকানো ছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ ২০১৬ সালে মুসকানের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেনফ বিগত তিন বছর ধরে মুসকান এবং তাদের পাঁচ বছরের মেয়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। বিপত্তি বাঁধল লন্ডন থেকে ফিরে এসেই।
পুলিস জানিয়েছে, সৌরভকে শেষ দেখা গিয়েছিল ৪ মার্চ, যেদিন তাকে খুন করা হয়েছিল। একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ৩ মার্চ রাত ১১.৪৯ মিনিটে সৌরভ এক বন্ধুর সঙ্গে বাইকে করে তার বাড়ির দিকে আসছে।
বলা হচ্ছে যে সে তার পরিবারের জন্য খাবার আনতে গিয়েছিল। এই খাবার খাওয়ার পরই সৌরভ অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লা মিলে তাঁকে নির্মমভাবে হত্যা করে।
ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে সৌরভের মাথা কেটে ফেলা হয়েছে, তার হাত কব্জি থেকে কেটে ফেলা হয়েছে এবং তার পা পিছনের দিকে বাঁকানো ছিল, যা ইঙ্গিত করে যে তার ছিন্নভিন্ন দেহটি একটি ড্রামের ভিতরে রাখার চেষ্টা করা হয়েছিল।
দুই অভিযুক্ত সেদিনের রাতটা ঘরে মৃতদেহ নিয়েই কাটিয়েছিল। পরের দিন, সাহিল সৌরভের কাটা হাতগুলো তার সঙ্গে নিয়ে যায়। এদিকে, শরীরের বাকি অংশ একটি ড্রামে ভরে দেওয়া হয়।
এদিকে জেল কর্তৃপক্ষের মতে, মুসকান ও সাহিলের অবস্থা এখন আগের তুলনায় ভালো। তারা দুজনেই এখন খাবার খাচ্ছে এবং তাদের ক্রমাগত কাউন্সেলিং করা হচ্ছে। দুজনকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
মুসকান ও সাহিল দুজনেই স্বামী-স্ত্রী বলে দাবি করে জেলে একে অপরের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছে। প্রসঙ্গত, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন! মেরঠ হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে সবাই।