PHOTOS

Mock Drill: ফের মক ড্রিল! মোদী যেদিন চিকেনস নেকে, সেদিনই...তাহলে কি বড়সড় কোনও...?

Mock Drill: গত ৭ মে দেশের ২৪৪টি জেলায় মক ড্রিল হয়েছিল। এবার তালিকায় কোন কোন রাজ্য?

Advertisement
1/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার ফের মক ড্রিলের ঘোষণা কেন্দ্রের। অপারেশন সিঁদুরের পর এই প্রথম। 

2/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!

বৃহস্পতিবার সন্ধ্য়ায় হবে এই মক ড্রিল। কোন কোন রাজ্যে হবে এই মক ড্রিল? তালিকায় রয়েছে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর।

3/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!

মক ড্রিল ঘিরে ব্যাপক তৎপরতা পাক সীমান্তবর্তী রাজ্য়গুলিতে। মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

4/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!

উল্লেখ্য, গত ৭ মে দেশের ২৪৪টি জেলায় মক ড্রিল হয়েছিল। যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষ সতর্ক ও সুরক্ষিত কীভাবে থাকবেন, তাই শেখানো হয়েছিল। 

5/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!
মক ড্রিলের সময় সাইরেন বাজলে সতর্ক হওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট বন্ধ করে দেওয়া প্রভৃতির মহড়া দেওয়া হয়েছিল।
6/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!

আগেরবার মক ড্রিলের আগের দিন রাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 'অপারেশন সিঁদুর' করে ভারত। গুঁড়িয়ে দেয় ৯টি জঙ্গিঘাঁটি।

7/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!

এখন তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন রাজ্যের চিকেনস নেকে, সেদিনই হবে এই মক ড্রিল।

8/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী। ভুটান-অসম সীমান্তবর্তী জেলা আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জোড়া সভা করবেন মোদী। 

9/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!

এই প্যারেড গ্রাউন্ডের কাছেই হাসিমারায় বায়ুসেনা ছাউনি। এখন বর্তমান পরিস্থিতিতে চর্চার কেন্দ্রে শিলিগুর চিকেনস নেক করিডর। 

10/10
ফের মক ড্রিল!
ফের মক ড্রিল!
২২ কিমি দীর্ঘ এই করিডর ভৌগোলিকগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতের উত্তর-পূর্বের 'সেভেন সিস্টার্স' রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে রাখে এই চিকেনস নেক।




Read More