Chaitra Navratri 2025: শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি। গত ৩০ মার্চে। নয় দিনের উৎসব এটি। নয় দিনের উদযাপন।
চৈত্র নবরাত্রির মধ্যেই রামনবমী পালিত হয়। এবার রামনবমী আগামী ৬ এপ্রিল, রবিবার।
এর পরদিন নবরাত্রির পারণ, সেদিন দশমী। এটিই নবরাত্রির শেষ দিন।
এই নবরাত্রিতে মা দুর্গার নটি রূপের পূজা হয়।
প্রতিটি রূপের ভিন্ন ভিন্ন নাম আছে-- মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ড, স্কন্দমাতা, মা কাত্যায়নী, মা কালরাত্রি, মা কালরাত্রি, মা মহাগুরি এবং মা সিদ্ধিদাত্রী।
এই নয় দিন ভক্তেরা উপোস করেন এবং নয় দিনের নয় অধিষ্ঠাত্রী দেবীকে পুজো করেন।
চৈত্র নবরাত্রির অষ্টম দিনে কুমারীপুজো করা বিধি। এই পুজোয় কুমারীকে দেবী দুর্গার রূপ মনে করা হয়। নবরাত্রি শেষ হবে আগামী ৭ এপ্রিল।