PHOTOS

Chaitra Navratri 2025: কবে রামনবমী? কবে শেষ চৈত্র নবরাত্রি? জেনে নিন মা দুর্গার কোন কোন রূপের পূজা হয় এ সময়ে...

Chaitra Navratri 2025: শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি। গত ৩০ মার্চে। নয় দিনের উৎসব এটি। নয় দিনের উদযাপন।

Advertisement
1/6
রামনবমী
রামনবমী

চৈত্র নবরাত্রির মধ্যেই রামনবমী পালিত হয়। এবার রামনবমী আগামী ৬ এপ্রিল, রবিবার। 

2/6
দশমী
দশমী

এর পরদিন নবরাত্রির পারণ, সেদিন দশমী। এটিই নবরাত্রির শেষ দিন। 

3/6
ন'টি রূপের পূজা
ন'টি রূপের পূজা

এই নবরাত্রিতে মা দুর্গার নটি রূপের পূজা হয়। 

4/6
মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী এবং
মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী এবং

প্রতিটি রূপের ভিন্ন ভিন্ন নাম আছে-- মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ড, স্কন্দমাতা, মা কাত্যায়নী, মা কালরাত্রি, মা কালরাত্রি, মা মহাগুরি এবং মা সিদ্ধিদাত্রী।

5/6
উপবাস ও পুজো
উপবাস ও পুজো

এই নয় দিন ভক্তেরা উপোস করেন এবং নয় দিনের নয় অধিষ্ঠাত্রী দেবীকে পুজো করেন। 

6/6
কুমারীপুজো
কুমারীপুজো

চৈত্র নবরাত্রির অষ্টম দিনে কুমারীপুজো করা বিধি। এই পুজোয় কুমারীকে দেবী দুর্গার রূপ মনে করা হয়। নবরাত্রি শেষ হবে আগামী ৭ এপ্রিল।





Read More