PHOTOS

Gambhir reprimanded Morkel: দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি, দুই কোচের ধুন্ধুমার প্রকাশ্যে! কী চলছে ভারতীয় ক্রিকেটে...

Gautam Gambhir reprimanded Morne Morkel: কী চলছে ভারতীয় ক্রিকেট দলের মধ্যে? বারবার কেন খেপে যাচ্ছেন গম্ভীর? এবার সরাসরি সংঘর্ষ আরও এক কোচের সঙ্গে। সামনের মাসেই বড় টুর্নামেন্ট তার আগেই ঝামেলা।

 

Advertisement
1/6
বর্ডার গাভাসকার ট্রফি
বর্ডার গাভাসকার ট্রফি

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকার ট্রফিতে ভরাডুবি হয়েছে ভারতের। 

2/6
অজি সফরে
অজি সফরে

অজি সফরে হারার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই। দলের ভিতরে গম্ভীরের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সমস্যা চলছে, এমনও খবর রয়েছে। 

3/6
টিম ইন্ডিয়া
টিম ইন্ডিয়া

বাংলাদেশ সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন মর্কেল। 

4/6
ধমকেছিলেন
ধমকেছিলেন

সেই বোলারকেই ধমকেছিলেন গম্ভীর। সফরের শুরুর দিকে একটি অনুশীলনে দেরি করে এসেছিলেন মর্কেল। মাঠেই তাঁকে কড়া কথা বলেছিলেন গম্ভীর। 

5/6
বিসিসিআই
বিসিসিআই

বিসিসিআইয়ের মতে, 'গম্ভীর নিয়মশৃঙ্খলা নিয়ে খুবই কড়া। দেরি করে পৌঁছনোয় মাঠের মধ্যেই মর্কেলকে তিরস্কার করেন গম্ভীর। যদিও কিছুটা চুপচাপ রয়েছেন মর্কেল। বাকিটা দুজনের মধ্যে।'

6/6
চ্যাম্পিয়ন্স ট্রফি
চ্যাম্পিয়ন্স ট্রফি

সামনের মাসেই ১৯ তারিখ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে দলের দুই কোচের মধ্যে এমন সম্পর্ক। এরফলে প্রভাব ফেলবে কোন রকম সেটা এখন দেখার বিষয়।   





Read More