PHOTOS

Chandannagar Independence Day: ১৫ অগাস্ট নয়, বাংলার এখানে আজ স্বাধীনতা দিবস পালিত হচ্ছে! এই জায়গাটাই আলাদা... উঠল দাবি...

Chandannagar 75 years of Independence: চিঠি পাঠিয়ে আবেদন করা হয়েছে। দিল্লিতেও জমা পড়েছে আবেদন। কারণ, এই শহর, এই জায়গার পরতে পরতে জড়িয়ে ইতিহাসের...

Advertisement
1/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

বিধান সরকার: ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট। ওই দিনই দেশ জুড়ে পালন করা হয় স্বাধীনতা দিবস। কিন্তু পশ্চিমবঙ্গের চন্দননগরের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট নয়। অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি! আসলে ইতিহাসের পাতায় লুকিয়ে থাকে এরকম অনেক অজানা তথ্য। 

 

2/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

আসলে ১৫ অগাস্ট দেশ স্বাধীন হলেও চন্দননগর ছিল তখনও পরাধীন। ফরাসীদের দখলে ছিল গঙ্গা তীরবর্তী শহর চন্দননগর। ১৯৫০ সালের ২ মে ফরাসী শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করে চন্দননগর। বহু ইতিহাসের সাক্ষী সেই চন্দননগর শহরের স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তি আজ। এদিন তারই উদযাপন হচ্ছে চন্দননগর জুড়ে। 

 

3/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

ফরাসী উপনিবেশ চন্দননগর ৭৫ বছর আগে আজকের দিনে স্বাধীন হয়। আর আজ সেই স্বাধীনতা দিবসে গোটা চন্দননগরকেই হেরিটেজ ঘোষণার দাবি উঠল। এদিন মহা সমারোহে চন্দননগরের স্বাধীনতা দিবস উদযাপন করে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজের প্রাক্তনীদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন। 

 

4/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

শুক্রবার সকালে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় কলেজের তরফে। উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী,ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কলেজের অধ্যক্ষ দেবাশীষ সরকার, কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্র ছাত্রীরা এবং চন্দননগরের বিশিষ্টজন। 

 

5/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

কলেজ অধ্যক্ষ দেবাশিষ বাবু বলেন, চন্দননগরকে হেরিটেজ নগরীর স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়েছে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালুমনি অ্যসোসিয়েশনের তরফে। তিনি জানান, চিঠি পাঠিয়ে আবেদন করা হয়েছে হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে।

 

6/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

ইতিমধ্যেই চন্দননগর কলেজ বিল্ডিংকে হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে চন্দননগর স্ট্র্যান্ড। জগৎবিখ্যাত জগদ্ধাত্রী পুজো, বিশ্ব বন্দিত আলো এমন অনেক জিনিসই আছে। চন্দননগর কলেজের হেরিটেজ ভবনে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার। 

 

7/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

তাই গোটা চন্দননগর শহরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়। চন্দননগরে ফরাসি শাসনকালে অনেক বিপ্লবী ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে থাকতেন। তাঁদের স্মৃতি বিজড়িত জিনিস সহ ফরাসি আমলের অনেক পুরোনো জিনিস-ই চন্দননগরের নাগরিকদের কাছে আছে। 

 

8/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

তাঁদের কাছে আবেদন করা হয়েছিল মিউজিয়ামের জন্য সেগুলো দিতে। সাধারণ মানুষের দেখার জন্য। অনেকেই সাড়া দিয়েছেন। দেবাশিষ বাবু আরও জানান, ৭৫ বছরের বেশি যাঁরা চন্দননগরে বসবাস করছেন, তাঁদের সংর্ধনাও দেওয়া হবে। চন্দননগর কলেজের প্রাক্তনীদের সাহায্যে চন্দননগর ও ডুপ্লে কলেজ নিয়ে বই প্রকাশ হয়েছে আগেই। এবার স্বাধীনতার প্ল্যাটিনাম জুবিলি উদযাপন চলছে। 

 

9/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

তিনি আরও বলেন, গতকাল চন্দননগর কলেজ, শালবনির সরকারি ডিগ্রী কলেজ এবং খিদিরপুর কলেজ- এই তিনটি কলেজ একসঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের কাছে দিল্লিতে প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছে। 

 

10/10
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...
১৫ অগাস্ট নয়, আজ স্বাধীনতা দিবস বাংলার...

যার আনুমানিক প্রজেক্ট খরচ ২ কোটি টাকা। এরফলে হেরিটেজ ঘোষণা কে কেন্দ্র করে উপযুক্ত গবেষণার ক্ষেত্রে কলেজ মুখ্য ভূমিকা নেবে। সঙ্গে থাকবে চন্দননগর কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং চন্দননগরের বিশিষ্ট নাগরিকরা।





Read More