Mamata Banerjee meets jobless teachers: বৈঠকের পাস নিয়েই তুমুল উত্তেজনা ছড়ায় ইনডোর স্টেডিয়ামে। যাঁদের পাস-কার্ড নেই, তাঁদের সঙ্গে যাঁদের কার্ড আছে, তাঁদের দফায় দফায় মারপিটে উত্তেজনা।
অয়ন ঘোষাল: যোগ্য-অযোগ্যের বিচার সম্ভব হয়নি। সুপ্রিম রায়ে বাতিল এসএসসি ২০১৬-র পুরো প্যানেল। রাজ্যে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ সেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মুখ্যমন্ত্রীর সেই বৈঠক ঘিরে দেখা দিল তুমুল বিশৃঙ্খলা। মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে পৌঁছনোর আগে থেকেই ব্যাপক উত্তেজনা নেতাজি ইনডোরে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি ইনডোর।
ভাঙা হয় ব্যারিকেড। চূড়ান্ত উত্তেজনাময় পরিস্থিতির তৈরি হয়। পুলিসের সমস্ত ব্যারিকেড ভেঙে দেয় উপস্থিত ভিড়। ডিসি-কে ঘিরে ধাক্কাধাক্কি হয়। সবাই জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে নেতাজি ইনডোরের ভিতর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতাজি ইন্ডোরের বাইরে ব্যাপক অ্যাকশন পুলিসের। চলে ধরপাকড়। আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে। কিছু লোককে আবার পুলিস তাড়াও করে। বৈঠকে ঢোকার পাস নিয়েই বাধে অশান্তি, ছড়াও উত্তেজনা।
কলকাতা লাগোয়া কমিশনারেটে থেকে আনা হয় অতিরিক্ত বাহিনী। হাওড়ার পুলিস কমিশনার তাঁর টিম নিয়ে পৌঁছন। কলকাতার সব থানার অতিরিক্ত ওসিদের টিম নিয়ে নেতাজি ইন্ডোরে রিপোর্ট করতে বলা হয়।
বৈঠকে ঢোকার পাস না পেয়ে অনেক চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাকে রাস্তাতেই বসে পড়তে দেখা যায়। মুখ্যমন্ত্রী নেতাডি ইনডোরের ভিতর ঢুকে গিয়েছেন, শোনার পর হুড়োহুড়ি আরও বাড়ে। অর্ডিন্যান্স বিল্ডিং-এর সামনের ব্যারিকেডের মধ্যে থাকা সংকীর্ণ গ্যাপ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা চলে।