PHOTOS

Bird Flu Scare: আগুন বাজারে আচমকাই দেদার পাতে পড়ছে ডিম-মুরগি! মড়ক আতঙ্কে বাংলায় সস্তা পোলট্রি...

Egg-Chicken Rate: চাহিদা কমছে ডিম, মুগির? ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র–সহ দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু দেখা দেওয়ায় সেই আতঙ্কে অনেকে ডিম ও মুরগির মাংস খেতে চাইছেন না। এরই মাঝে কমতে শুরু করে ডিম ও মুরগীর দাম। 

Advertisement
1/8
বার্ড ফ্লু আতঙ্ক!!!
বার্ড ফ্লু আতঙ্ক!!!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েকদিনে ডিম ও মুরগির মাংস দুটোরই চাহিদা হঠাৎ করে কমতে শুরু করেছে।

 

2/8
বার্ড ফ্লু আতঙ্ক!!!
বার্ড ফ্লু আতঙ্ক!!!

চাহিদা কমায় দামও কমতে শুরু করেছে। উদ্বিগ্ন পোলট্রি খামারের মালিকরা। 

 

3/8
বার্ড ফ্লু আতঙ্ক!!!
বার্ড ফ্লু আতঙ্ক!!!

অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র–সহ দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু দেখা দেওয়ায় সেই আতঙ্কে অনেকে ডিম ও মুরগির মাংস খেতে চাইছেন না বলে ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা।

 

4/8
বার্ড ফ্লু আতঙ্ক!!!
বার্ড ফ্লু আতঙ্ক!!!

ইতোমধ্যেই জানুয়ারিতে মহারাষ্ট্রে ৭ হাজার মুরগির ফ্লু ধরা পড়েছে, নষ্ট হয়েছে ২০০০ ডিম। হাই অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়। 

 

5/8
বার্ড ফ্লু আতঙ্ক!!!
বার্ড ফ্লু আতঙ্ক!!!

কিছুদিন আগেই আমেরিকায় নেভাডায় (হেলথ ডিস্ট্রিক্ট) একাধিক মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের (এইচ৫এন১) সন্ধান পাওয়া গিয়েছে। এবার এদেশেও তার প্রভাব ছড়াতে শুরু করেছে। 

 

6/8
বার্ড ফ্লু আতঙ্ক!!!
বার্ড ফ্লু আতঙ্ক!!!

কলকাতার বিভিন্ন পাইকারি বাজারে গোটা মুরগির দাম গত তিনদিনে কমে দাঁড়ায় ১০৭ টাকা। 

 

7/8
বার্ড ফ্লু আতঙ্ক!!!
বার্ড ফ্লু আতঙ্ক!!!

পোলট্রি ফার্ম থেকে মঙ্গলবার গোটা মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি ৮৫–৯০ টাকায়। ডিমের পাইকারি দাম ৪ টাকা ৯০ পয়সা।

 

8/8
বার্ড ফ্লু আতঙ্ক!!!
বার্ড ফ্লু আতঙ্ক!!!

বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাবধানতা হিসেবে আপাতত ডিম এবং মুরগির মাংস ভালো করে গরম জলে ফুটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।





Read More