PHOTOS

H5 Bird Flu: অজানা ভয়ংকর ভাইরাসে আক্রান্ত মুরগি! হাজার হাজার মৃত্যু, উদ্বেগে সরকার...

Bird Flu Fear: হাজার হাজার মুরগির মৃত্যু কেন্দ্রীয় সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংক্রমিত মুরগিকে সতর্কতার সঙ্গে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
1/6

অয়ন ঘোষাল: গত কয়েকদিন ধরে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় মুরগি মড়কের পর মানুষের মধ্যে ভয় কাজ করছে। রহস্যময় ভাইরাসে আক্রান্ত হয়ে প্রচুর মুরগি মারা যাচ্ছে। বার্ড ফ্লু নয়। অন্য কোনও ভাইরাস সংক্রমণে এই মুরগির মড়ক বলে প্রাথমিকভাবে অনুমান। যদিও সেই ভাইরাসের চরিত্র এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই দুই রাজ্যে মুরগির দাম ব্যাপকভাবে কমে গিয়েছে, তবুও মানুষ মুরগির মাংস কিনতে এবং খেতে আগ্রহ দেখাচ্ছে না। সম্প্রতি মহারাষ্ট্র ও ছত্তিসগড়েও মুরগির মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

2/6

হাজার হাজার মুরগির মৃত্যু কেন্দ্রীয় সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিম উৎপাদন হ্রাস ও মুরগির মৃত্যু বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র সতর্ক অবস্থান নিয়েছে এবং রাজ্য সরকারগুলিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যায় তেলেঙ্গনার পশুপালন দফতর কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যের পশুপালন দফতরের বিশেষ সচিব রাজ্যের সমস্ত জেলার জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

3/6

পোলট্রি খামার মালিকদের কঠোরভাবে *বায়োসিকিউরিটি* (জীবাণুনিরাপত্তা) নীতি অনুসরণ করতে বলা হয়েছে। সংক্রমিত মুরগিকে সতর্কতার সঙ্গে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং লাইভ স্টক অর্থাৎ মুরগি পরিবহনের ক্ষেত্রে সতর্কতামূলক পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মরা মুরগি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

4/6

পাশাপাশি মুরগি খাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ক্রেতাদের বাজারে গিয়ে আগে থেকে কাটা মাংস না কিনে সামনে দাঁড়িয়ে জ্যান্ত মুরগি কাটিয়ে তারপর কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

 

5/6

তেলেঙ্গনার কামারেড্ডি জেলার বানসওয়াড়া মহকুমায় বরলম ক্যাম্প গ্রামে রবিবার বিপুল সংখ্যক মুরগি মারা গিয়েছে। তেমনই, তিরমালাপুর ও বীরকুর মন্ডলের চিনচোলি ও কিস্তাপুর পোলট্রি ফার্মে ৬,০০০-র বেশি ব্রয়লার মুরগি মারা গিয়েছে। এই ঘটনা পোলট্রি শিল্পের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

6/6

পশ্চিমবঙ্গেও উদ্বেগ দেখা দিয়েছে। কারণ অন্ধ্রপ্রদেশ থেকেই মূলত পশ্চিমবঙ্গে ডিম আমদানি করা হয়। তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি জানিয়েছেন, ডিম নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য। নভেম্বর মাস থেকেই সংক্রমণ ছড়ানো রুখতে সতর্ক তারা।





Read More