PHOTOS

Mamata Visits Tejashwi Yadav Son: '৯ মাস কলকাতার হাসপাতালেই ছিল, কেউ জানত না...' তেজস্বী-পুত্রকে দেখে বললেন 'লোকাল গার্জিয়ান' মমতা!

Tejashwi Yadav Newborn son: সদ্যোজাতের নাম কী হবে? উত্তরে লালুপুত্র বললেন...

Advertisement
1/5
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!

পিয়ালি মিত্র: "সৌভাগ্য নিয়ে আসে একটা শিশু। আমি খুব খুশি। তেজস্বীর ছেলে হয়েছে। আগেরটা মেয়ে হয়েছিল। তেজস্বীর স্ত্রী ৯ মাস ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন। কেউ জানত না। তবে আমার সঙ্গে তেজস্বীর কথা হত। আমাকে গতকাল রাতেই তেজস্বী জানিয়েছিল, আজ সকালে ডেলিভারি হবে। তারপর আজ সকালে ৬টা ১৪ মিনিট নাগাদ আমাকে তেজস্বী এসএমএস করে ছেলে হওয়ার কথা জানায়। ৬টা ১৬ মিনিটে আমি উত্তর দিই।"

2/5
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!

হাসপাতালে লালুর ছোটো ছেলে তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে এসে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন সকালে তেজস্বী যাদব ও তাঁর স্ত্রী রাজশ্রীর ছেলে হয়। বিতর্কের মাঝেই খুশির হাওয়া এখন লালুর পরিবারে। মমতা আরও বলেন, "সামনেই বিহারের নির্বাচন। সেই নির্বাচনের খুশির খবর এই ছেলের মাধ্যমেই এল। প্রত্যেকে খুব ভালো রয়েছে। শিশু যেমন ভালো রয়েছে, তেমনি তাঁর মা-ও ভালো রয়েছে। আমার সঙ্গে লালুপ্রসাদজি এবং পরিবারের সবার দেখা হল। ভালো রয়েছে তারা। আমি খুব খুশি।"

3/5
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!

অন্যদিকে তেজস্বী যাদব বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমার এখানে লোকাল গার্জিয়ান। আমি আমার স্ত্রীকে ভর্তি করিয়েই মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী দেখতে এসেছিলেন। আমি খুব খুশি।" 

4/5
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!

সদ্যোজাতের কী নাম রাখা হবে? সেই প্রশ্নের উত্তরে লালুপুত্র বলেন, "আমার মেয়ে হয়েছিল নবরাত্রির দিন। আমার মেয়ের নাম ক্যাত্তায়নী। আজকে হনুমানজির দিন। এখনও আমার ছেলের নাম স্থির করা হয়নি। বাবা বলেছে, প্রত্যেকে একটা করে নাম দেবে, সেখান থেকে বাবা বেছে নেবে।"

5/5
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!
তেজস্বীর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!
পাশাপাশি, এদিন তেজস্বী, দাদা তেজপ্রতাপ যাদবের 'বিবাহ বহির্ভূত সম্পর্ক ও দল থেকে বহিষ্কার' প্রসঙ্গে বলেন, "বিষয়টি তার সম্পূর্ণ ব্যক্তিগত। সে নিজে কী করেছে, এটা তার বিষয়। আমি এই বিষয়টিকে সমর্থন করি বা না করি সেটা বিষয়ই নয়। দলের সর্বময় কর্তা লালুপ্রসাদজি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই অনুযায়ী যাবতীয় স্থির হয়েছে। আজকের দিনে এর থেকে বেশি কিছু বলতে চাই না।"




Read More