PHOTOS

Human Metapneumovirus | HMPV: করোনার ৫ বছর পরে ফের এক ভয়ংকর ভাইরাসের ভীতিতে কাঁপছে বিশ্ব...

Outbreak of Human Metapneumovirus: ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। করোনার পরে ফের এক বিপদ!

Advertisement
1/6
২০১৯ সালে করোনা
২০১৯ সালে করোনা

সময়টা ২০১৯ সাল। চিনে থাবা বসায় মারণ ভাইরাস করোনা (Corona)। তারপর তা ছড়ায় বাকি বিশ্বে। সেই ক্ষত সারতে অনেক সময় লাগে। ততদিনে অনেকটা ক্ষতি ঘটে যায়। কিন্তু তার পরেও শান্তি নেই!

2/6
ভিন্ন মুডে বর্ষবরণ
ভিন্ন মুডে বর্ষবরণ

করোনার বছরপাঁচেক পর ফের এক নতুন ভাইরাসের ভ্রুকুটি। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এবং ফের সেই চিন। ফলে চিন্তায় পড়েছে সে দেশের সরকার। নতুন এই ভাইরাসের নাম-- 'হিউম্যান মেটানিউমো ভাইরাস', সংক্ষেপে-- এইচএমপিভি (hmpv)।

3/6
মানুষের মৃত্যু
মানুষের মৃত্যু

চিনের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে। প্রতিটি হাসপাতালে লম্বা লাইন পড়েছে অসুস্থদের।

4/6
করোনার মতো উপসর্গ
করোনার মতো উপসর্গ

জানা গিয়েছে, এই নয়া ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই উপসর্গ। রোগীদের শ্বাসকষ্ট, জ্বর-কাশি ইত্যাদি হচ্ছে।

5/6
জরুরি অবস্থা
জরুরি অবস্থা

এর সঙ্গে 'ইনফ্লুয়েঞ্জা এ', 'মাইকোপ্লাজমা নিউমোনিয়া'-সহ আরও বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সব দিক খতিয়ে দেখে চিনে জরুরি অবস্থা ঘোষণা করেছে জিনপিং সরকার। 

6/6
পরিস্থিতির উপর নজর
পরিস্থিতির উপর নজর

তবে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি জিনপিং সরকার। আপাতত গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সেদেশের স্বাস্থ্য দফতর।





Read More