ভারতে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন কবে চলবে তা এখন জানা যায়নি। তবে অসাধ্য সাধন করে ফেলল চিন। নতুন একটি বুলেট ট্রেনের ট্রায়াল রান সেরে ফেলল চিন। এটির নাম CR450।
চিনের এই নতুন বুলেট ট্রেন ট্রায়াল রানে ছুঁয়ে ফেলল ঘণ্টা ৪৫০ কিলোমিটার গতি। এমনটাই দাবি চিনের। ফলে বুলেট ট্রেনের গতির রেকর্ড ভেঙে ফেলল সিআর ৪৫০।
সিআর ৪৫০ চিনের সিআর ৪০০ ট্রেনের থেকে ১০০ কিলোমিটার বেশি গতিতে ছুটবে। এই ট্রেনের যাত্রী পরিষেবা আগের থেকেও উন্নত করা হয়েছে।
চায়না স্টেট রেলওয়ে গ্রুপের মতে, CR450 ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। উদাহরণস্বরূপ বেইজিং-সাংহাই ট্রেন যাত্রার জন্য বর্তমানে ৪.৫ ঘন্টা সময় নেয়। এখন তা কমিয়ে মাত্র তিন ঘণ্টা করা হবে।
CR450 ট্রেন হাইস্পিড রেল প্রযুক্তিতে গোটা বিশ্বকে নেতৃত্বে দেবে বলেই আশা করা হচ্ছে।